এগ রাইস রেসিপি (Egg rice recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

এগ রাইস বাচ্চাদের তো ভীষণ পছন্দ হয় আর আমাদের পক্ষেও ঝটপট বানিয়ে সার্ভ করে দেও য়া যায়। তাই এইভাবে বানিয়ে দেখতে পারেন সময় লাগে কম খেতে হয় দারুন।

এগ রাইস রেসিপি (Egg rice recipe in Bengali)

এগ রাইস বাচ্চাদের তো ভীষণ পছন্দ হয় আর আমাদের পক্ষেও ঝটপট বানিয়ে সার্ভ করে দেও য়া যায়। তাই এইভাবে বানিয়ে দেখতে পারেন সময় লাগে কম খেতে হয় দারুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
1জন
  1. 2 কাপবাসমতি চালের ভাত
  2. 2 টিডিম
  3. 1 টাছোট পেয়াঁজ কুচি
  4. 1 টালঙ্কা কুচি করা
  5. প্রয়োজন মতনুন
  6. প্রয়োজন মতসাদা তেল
  7. প্রয়োজন মতগোলমরিচ গুঁড়ো
  8. 1/2 চা চামচসয়া সস
  9. 1/2 চা চামচভিনিগার
  10. 2টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  11. প্রয়োজন মতচিনি

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    প্রথমেই একটি প্যানে সাদা তেল গরম করে পিঁয়াজ,লঙ্কা,ক্যাপসিকামএবং ডিম ভালোভাবে ফেটিয়ে দিয়ে ডিমের ঝুরো তৈরি করে নিতে হবে।

  2. 2

    এবার ডিমের ঝুরোটা সরিয়ে নিয়ে ওই পাত্রেই আরো একটু তেল দিয়ে তেল গরম হলে ভাত দিয়ে দিতে হবে এবং ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে উপর থেকে প্রয়োজন মত সয়া সস,ভিনিগার নুন,সামান্য চিনি দিয়ে আবার টস করে নিতে হবে ।

  3. 3

    এবার টস করা ওই ভাতের সাথে আগে থাকতে ভেজে রাখা ডিম ক্যাপ্সিকাম কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করে দিতে হবে এগ রাইস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

মন্তব্যগুলি

Similar Recipes