কুমড়ো ছক্কা (kumro chakka recipe in Bengali)

Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly

কুমড়ো ছক্কা (kumro chakka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ৫০০ গ্রাম কুমড়ো ছোটো টুকরো করে কাটা
  2. ২৫০ গ্রাম আলু ছোট টুকরো করে
  3. ১ কাপ ভেজানো ছোলা
  4. ১ টেবিল চামচআদা বাটা
  5. ১ চা চামচ জিরা গুঁড়ো
  6. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  7. ২ টেবিল চামচঘী
  8. স্বাদ অনুযায়ীলবণ
  9. ১চা চামচহলুদ
  10. স্বাদ অনুযায়ীচিনি
  11. প্রয়োজন অনুযায়ীসর্ষে তেল
  12. প্রয়োজন অনুযায়ীজল
  13. ১ টিতেজপাতা
  14. ১ টি শুকনো লঙ্কা
  15. ১ চা চামচ পাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কুমড়ো আলু কেটে ধুয়ে নিতে হবে৷

  2. 2

    কড়াইতে পরিমান মত তেল গরম করে ফোড়ণ দিতে হবে৷

  3. 3

    ফোড়ণ ভাজা হলে আলু, কুমড়ো আর ছোলা দিতে হবে৷

  4. 4

    দুমিনিট সবজিগুলো ভাজতে হবে৷
    সবজি ভাজা হলে ওর মধ্যে আদা বাটা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো ও অল্প জল দিতে হবে৷

  5. 5

    এবার ঢাকনা দিয়ে দিতে হবে৷
    কুমড়া সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিন৷

  6. 6

    এবার ঘী, গরম মশলা গুঁড়া আর চিনি দিয়ে নাড়তে হবে৷ চিনি গলে গেলে নামিয়ে নিন৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly
cooking is my passion
আরও পড়ুন

Similar Recipes