ভেটকি মাছের ফিস ফ্রাই (bhetki macher fish fry recipe in Bengali)

Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

ভেটকি মাছের ফিস ফ্রাই (bhetki macher fish fry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০ মিনিট
৪ জন
  1. ৪টেভেটকি মাছের ফিলে পিস
  2. ২০০গ্রামব্রেডক্রাম্ব / পাউরুটির গুঁড়ো
  3. ২টিডিম
  4. ১/২টাপাতি লেবু
  5. ১চা চামচআদা রসুন বাটা
  6. ১চা চামচধনে পাতা বাটা
  7. ১চা চামচপুদিনা বাটা
  8. ১চা চামচপেঁয়াজ বাটা
  9. ২চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. স্বাদ মতনুন
  11. প্রয়োজন অনুযায়ী তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৬০ মিনিট
  1. 1

    প্রথমে ভেটকি মাছের ফিলে গুলোকে পাতি লেবুর রস দিয়ে দিতে হবে

  2. 2

    তারপর তারমধ্যে ১চামচ গোলমরিচ গুঁড়ো ও নুন দিতে হবে

  3. 3

    তারপর সব একসাথে ফিলেটার সাথে মাখিয়ে নিতে হবে

  4. 4

    ৩০ মিনিট মত সব ম্যারিনেট করে রাখতে হবে

  5. 5

    ৩০ মিনিট পর দুই হাত দিয়ে চেপে মাছের ফিলে থেকে সব জল ঝরিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর একটা জায়গায় ধনে পাতা বাটা, পুদিনা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ও ম্যারিনেট করা মাছ গুলো দিয়ে আবার মাখাতে হবে

  7. 7

    এরপর সব মাখিয়ে ফিলে গুলো ১৫-২০ মিনিট রাখতে হবে

  8. 8

    এবার ডিম ফাটিয়ে ১চামচ গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে ফেটে নিতে হবে

  9. 9

    এবার ফিলে গুলো ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করতে হবে।

  10. 10

    এইভাবে আরোও একবার কোটিং করে নিতে হবে

  11. 11

    এবার একটা কড়াইতে তেল নিতে হবে

  12. 12

    তেল গরম হয়ে যাওয়ার পর আঁচ কমিয়ে মিডিয়াম করে দিতে হবে।

  13. 13

    তারপর তেলের মধ্যে কোটিং করা ফিলে গুলো ছেড়ে দিতে।

  14. 14

    তারপর লাল করে ভেজে নিতে হবে।

  15. 15

    বাস গরম গরম ফিস্ ফ্রাই তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

মন্তব্যগুলি

Similar Recipes