ফিশ ফ্রাই (Fish Fry recipe in bengali))

Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

#ebook2
#জামাই ষষ্ঠী
জামাইষষ্ঠী স্পেশাল আমি বানিয়েছি ফিস ফ্রাই।

ফিশ ফ্রাই (Fish Fry recipe in bengali))

#ebook2
#জামাই ষষ্ঠী
জামাইষষ্ঠী স্পেশাল আমি বানিয়েছি ফিস ফ্রাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৫ জন
  1. ৫ টা ভেটকি মাছের ফিলে
  2. ১/২ চা চামচলেবুর রস
  3. ১ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ
  4. ১ ইঞ্চি আদা
  5. ৬ টা রসুনের কোয়া
  6. ১ মুঠোপুদিনা পাতা ধনেপাতা কুচি
  7. ২ টো কাঁচা লঙ্কা
  8. ১ টা ডিম
  9. ১/২ চা চামচগোল মরিচের গুঁড়ো
  10. ২চা চামচকর্নফ্লাওয়ার
  11. ১ কাপ বিস্কুটের গুঁড়ো
  12. ১ কাপ সাদা তেল
  13. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে ভেটকি মাছের ফিলে গুলোর মধ্যে নুনু ও লেবুর রস ভালো করে মাখিয়ে ১৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার একটা মিক্সি র জারে পেঁয়াজ কুচি, আদা,রসুন,কাঁচা লঙ্কা,ধনেপাতা, পুদিনাপাতা, সব একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।

  3. 3

    এবার এই পেস্ট টা মাছের গায়ে ভালো করে মাখিয়ে আরও ২০ মিনিটের জন্য মাছগুলোকে ফ্রিজে রেখে দিতে হবে ঢাকা দিয়ে।

  4. 4

    গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো ঢেলে নিতে হবে।ফ্রিজ থেকে বের করে মাছ গুলোর মধ্যে এক চামচ ডিমের গোলা ও এক চামচ কনফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

  5. 5

    এবার মাছগুলো কে প্রথমে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে তারপর ডিমের গোলায় ডুবাতে হবে, তারপর আবার বিস্কুটের গুঁড়ো মাখাতে হবে,এই পদ্ধতিটা দুবার করতে হবে। এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে।

  6. 6

    এবার কড়াইতে তেল গরম করে ফিশ ফ্রাই গুলো দুদিক ভাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে।

  7. 7

    নামিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ফিশ ফ্রাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

মন্তব্যগুলি

Similar Recipes