মুচমুচে খাস্তা নিমকি (muchmuche khasta nimki recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#স্ন্যাক্স রেসিপি

মুচমুচে খাস্তা নিমকি (muchmuche khasta nimki recipe in Bengali)

#স্ন্যাক্স রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২কাপময়দা
  2. ১চা চামচজোয়ান
  3. ১চা চামচকালো জিরে
  4. স্বাদ মতোনুন
  5. পরিমান মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি বাটিতে ময়দা নিয়ে তাতে জোয়ান, কালো জিরে, নুন ও ৩ চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা টা ভালো ভাবে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে ডো টা যেন খুব নরম মাখা না হয়।

  3. 3

    ময়দা টা মাখা হয়ে গেলে ১৫-২০মিনিট ঢেকে রাখতে হবে।করায়ে তেল গরম করতে দিতে হবে।

  4. 4

    ১৫-২০মিনিট হয়ে গেলে ঢাকা খুলে ময়দার ডো থেকে একটা বড় লেচি কেটে নিয়ে পাতলা করে বেলে নিতে হবে। এবার ওটা কে রোল করে নিয়ে ছুরি র সাহায্যে ছোটো টুকরো করে কেটে নিতে হবে।

  5. 5

    এবার ঐ টুকরো গুলো কে গোল করে নিয়ে আবার পাতলা করে বেলে নিতে হবে। এবার নিমকি সেপে ভাজ করে নিতে হবে।আর মুখ টায় একটু ময়দা ঘি/জল দিয়ে গুলে লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়।

  6. 6

    এবার তেলে ভেজে নিয়ে টমাটো সস এর সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes