চটজলদি মাছের বিরিয়ানী (quick-fix fish biryani recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#ক্যুইক ফিক্স
#father

চটজলদি মাছের বিরিয়ানী (quick-fix fish biryani recipe in Bengali)

#ক্যুইক ফিক্স
#father

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 1.5 কাপবাসমতি চাল
  2. 1.5 কাপনারকোল দুধ
  3. 1.5 কাপজল
  4. 1/2 কাপবেরেস্তা
  5. 1 চিমটিজাফরান
  6. 2টেবিল চামচ দুধ
  7. 1টেবিল চামচ গোলাপ জল
  8. 3-4টি এলাচ
  9. 5টি লবঙ্গ
  10. 1 ইঞ্চিসাইজের দারচিনি টুকরো
  11. 1 টুকরোজৈত্রী
  12. 2টি তেজপাতা
  13. 3টেবিল চামচ ঘি
  14. 1টেবিল চামচ গরম মসলা গুঁড়ো
  15. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  16. 1 চা চামচচিনি
  17. প্রয়োজন অনুযায়ীনুন
  18. মাছের জন্য
  19. 8টি রুই মাছের পিস
  20. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  21. 1 চা চামচরসুন বাটা
  22. স্বাদ অনুযায়ী নুন
  23. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য ঘি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    মাছে হলুদ, রসুন বাটা ও নুন মাখিয়ে রাখুন। একটি ছোট পাত্রে দুধ নিয়ে জাফরান ভিজিয়ে দিন। চাল ধুয়ে জলে ভিজিয়ে রাখুন।

  2. 2

    একটি প্যানে এলাচ, লবঙ্গ, দারচিনি, জোয়িত্রি, তেজপাতা, গরম মসলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি নিন। নারকোল দুধ, জল, জাফরান ভেজানো দুধ ও গোলাপ জল মিশিয়ে দিন। মিউজিয়াম ফ্লেমে বসান।

  3. 3

    পাশাপাশি ফ্রাইং প্যানে ঘি গরম করে মাছ ভেজে তুলে রাখুন।

  4. 4

    মশলা মেশানো জল ফুটতে শুরু করলে জল ঝরিয়ে চাল, ভাজা মাছ ও বেরেস্তা দিয়ে ভাল করে মিশিয়ে দিন। আঁচ কমিয়ে ঢেকে 15 মিনিট রান্না করুন। গ্যাস অফ করে দিন।

  5. 5

    কিছুক্ষণ ঢেকে রেখে দিন। জল শুকিয়ে বিরিয়ানির ভাত ঝরঝরে হয়ে যাবে। রায়তার সাথে এনজয় করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes