ক্রিস্পি চীজি চিকেন স্কোয়ার (Crispy cheesy chicken square recipe in Bengali)

OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata

#আমার প্রথম রেসিপি

#megakitchen
চীজ এবং চিকেন দুজনেই স্বাদের তুলনায় কারোর থেকে কম নয়। তাই চীজ এবং চিকেনের মেলবন্ধন এ তৈরি এই ক্রিস্পি চীজি চিকেন স্কোয়ার স্বাদ এ একদম অতুলনীয়।

ক্রিস্পি চীজি চিকেন স্কোয়ার (Crispy cheesy chicken square recipe in Bengali)

#আমার প্রথম রেসিপি

#megakitchen
চীজ এবং চিকেন দুজনেই স্বাদের তুলনায় কারোর থেকে কম নয়। তাই চীজ এবং চিকেনের মেলবন্ধন এ তৈরি এই ক্রিস্পি চীজি চিকেন স্কোয়ার স্বাদ এ একদম অতুলনীয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1hr 20 mnt
5-6 jon
  1. 500 গ্রামহাড়বিহীন চিকেন
  2. ১ টেবিল চামচ দুধে ২-৩ স্লাইস পাউরুটি ভেজানো
  3. 2-3টি শুকনো লঙ্কা কুচি
  4. 3-4টি কাঁচালঙ্কা কুচি
  5. 1টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  6. 1/2 চা চামচলাল লংকা গুঁড়ো
  7. 1টি ডিম
  8. 1টেবিল চামচ সোয়া সস
  9. 1টেবিল চামচ ভিনিগার
  10. 1টেবিল চামচ রসুন বাটা
  11. বাইরের কোটিং
  12. 3 টেবিল চামচময়দা
  13. 2টি ফেটানো ডিম
  14. প্রয়োজন অনুযায়ী ব্রেডক্রাম্ব /পাউরুটির গুঁড়ো
  15. ভেতরের পুর
  16. প্রয়োজন অনুযায়ীচীজ স্লাইস
  17. প্রয়োজন অনুযায়ীমেয়োনিজ আর টমেটো কেচাপ
  18. ১ টি পেঁয়াজ রিং করে কাটা
  19. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

1hr 20 mnt
  1. 1

    500 গ্রাম বোনলেস চিকেন দুধে ভেজানো পাউরুটি আর শুকনো খোলায় ভাজা লাল লঙ্কা কুচি

  2. 2

    কাঁচা লঙ্কা, গোলমরিচ পাউডার,লঙ্কা গুঁড়ি, ১ টি ডিম আর সয়া সস

  3. 3

    ভিনিগার, রসুনবাটা, স্বাদ অনুযায়ী নুন দিতে হবে

  4. 4

    উপরে উল্লেখিত সমস্ত উপাদান মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে একটা পেস্ট বানাতে হবে

  5. 5

    এবার অল্প তেল হাতের তালুতে নিয়ে চিকেনের মিক্সার টাকে চৌকো আকৃতির করতে হবে

  6. 6

    এবারে চিকেনের পিস গুলো ভালো করেবাইরের কোটিং এর জন্য নেওয়া ময়দা, ডিম আর ব্রেডক্রাম্ব স এর মধ্যে ভাল করে মিশিয়ে দিতে হবে

  7. 7

    প্রথমে চিকেন স্কোয়ার গুলোকে ভালো করে ময়দাতে কোট করতে হবে তারপর ডিমের গোলায় চুবিয়ে ভালো করে ব্রেডক্রাম্ব্স এ মিশিয়ে নিতে হবে

  8. 8

    তারপর একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে

  9. 9

    মেয়োনিজ আর টমেটো কেচাপ ভালো করে মিশিয়ে একটা সস তৈরি করতে হবে

  10. 10

    এবার মেয়োনিজ এবং টমেটো সস মিশিয়ে তৈরি সসটি দুটো পাউরুটির মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে মধ্যেখানে চিকেনের তৈরি স্কোয়ার পিস গুলো দিতে হবে

  11. 11

    তারপর চীজ স্লাইস মাঝখানে দিয়ে ২-৩ টি পেঁয়াজ রিং উপরে ছড়িয়ে আর একটি পাউরুটির স্লাইস দিয়ে চাপা দিতে হবে।

  12. 12

    তারপর একটা ফ্রাইং প্যানে বাটার দিয়ে তৈরি চীজ এবং চিকেন স্কোয়ার দেওয়া পাউরুটির স্লাইস গুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে।

  13. 13

    তৈরি আমাদের ক্রিস্পি চিজী চিকেন স্কোয়ার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata
Ranna Korte khub I valobasi..
আরও পড়ুন

Similar Recipes