মিষ্টি দই (Mishti doi recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#father
মিষ্টি দই আমার হাসব্যেন্ড এর খুব পছন্দ ।

মিষ্টি দই (Mishti doi recipe in Bengali)

#father
মিষ্টি দই আমার হাসব্যেন্ড এর খুব পছন্দ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম দুধ
  2. ৪ টেবিল চামচ চিনি
  3. ২ টেবিল চামচ দই
  4. চিনির ক্যারামেল বানানোর জন্য
  5. ২ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা পাত্রে দুধ দিয়ে গ্যাসে বসিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ।দুধ ফুটে উঠলে ওর মধ্যে চিনি দিয়ে মিশিয়ে একটু ঘনো করে নিতে হবে ।

  2. 2

    তারপর অন্য চুলাতে কড়াই বসিয়ে ২ চা চামচ চিনি দিয়ে আসতে আসতে নাড়তে হবে একদম লো ফ্লেমে আর চিনির একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে।

  3. 3

    তারপর গরম হওয়া দুধ থেকে ২ টেবিল চামচ দুধ নিয়ে ওর মধ্যে চিনির ক্যারামেল টা দিয়ে ঘুলে নিতে হবে ।

  4. 4

    তারপর গরম দুধে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে । আর দুধ টা একটু ঠাণ্ডা করে নিতে হবে ।

  5. 5

    তারপর দই টা ফেটিয়ে দুধ টা উষ্ণ গরম থাকতেই দই ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে আর একটা মাটির হাড়িতে বা স্টিল গামলায় রেখে ঢাকনা লাগিয়ে ৬-৭ ঘন্টার জন্য রেখে দিতে হবে । তাহলেই রেডি হয়ে গেল মিষ্টি দই ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes