হাঁসের ডিমের কষা(Hasher dimer kosha recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#goldenapron3
#week12
#ক্যুইক ফিক্স ডিনার
#father

হাঁসের ডিমের কষা(Hasher dimer kosha recipe in Bengali)

#goldenapron3
#week12
#ক্যুইক ফিক্স ডিনার
#father

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪ জনের
  1. ৪ টা হাঁসের ডিম
  2. ২ টো টমেটো
  3. ১" আদার টুকরো
  4. ৫ কোয়া রসুন
  5. ৩ টা কাঁচা লংকা
  6. ১ টা তেজপাতা
  7. ৩-৪ টেএলাচ
  8. ৩ টা লবঙ্গ
  9. ১/২ চা চামচ গোটা জিরা
  10. ১ টা শুকনো লংকা
  11. ১/২ চা চামচ জিরা গুড়ো
  12. ১/২ চা চামচ ধনে গুড়ো
  13. ১ চা চামচ কাশ্মীরি লংকা গুড়ো
  14. ২ চা চামচ বেসন
  15. ১/২ চা চামচ চিনি
  16. ১/২ চা চামচ কাসুরি মেথি
  17. ৩ টেবিল চামচ সাদা তেল
  18. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  19. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  20. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে ডিম গুলোতে একটু তেল মাখিয়ে জলে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে ।

  2. 2

    তারপর টমেটো, কাঁচা লংকা, আদা আর রসুন পেষ্ট করে নিতে হবে ।

  3. 3

    তারপর কড়াইতে তেল গরম করে ডিমে নুন, হলুদ আর অল্প লংকার গুড়ো মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে ।

  4. 4

    তারপর ঐ তেলে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ,শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়েএকটু ভেজে নিতে হবে তারপর তাতে পেঁয়াজ কুচি টা দিয়ে একটু নাড়তে হবে ।

  5. 5

    ভাজা হয়ে গেলে টমেটো পেষ্টটা,নুন আর হলুদ দিয়ে আবারও কষতে হবে ।

  6. 6

    কষানো হয়ে গেলে তাতে জিরে গুড়ো, ধনে গুড়ো, লংকা গুড়ো আর বেসন দিয়ে সাথে অল্প জল দিয়ে নেড়ে নেড়ে মশালাটা কষতে হবে ।

  7. 7

    কষানো হয়ে গেলে তাতে ১-২ কাপ জল দিয়ে মিশিয়ে ফুটতে দিতে হবে ।

  8. 8

    ঝোল টা ফুটে উঠলে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিতে হবে ।

  9. 9

    তারপর আচঁটা কমিয়ে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে ।

  10. 10

    ঢাকা তুলে একটু চিনি, গরম মসলা গুড়ো আর কাসুরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে ১ মিনিট হতে দিতে হবে ।

  11. 11

    তারপর নামিয়ে নিতে হবে ।(মশলার সাথে একটু বেসন দিলে তরকারি রং টা খুব সুন্দর হয়)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes