মশলা ধোসা (masala dosa recipe in bengali)

Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

# কুইক ফিক্স ডিনার রেসিপি

#৪র্থ সপ্তাহ

মশলা ধোসা (masala dosa recipe in bengali)

# কুইক ফিক্স ডিনার রেসিপি

#৪র্থ সপ্তাহ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
5 জন
  1. ব্যাটারের জন্য
  2. 1 কাপআতপ চাল
  3. 1 কাপসিদ্ধ চাল
  4. 1/4 কাপবিউলির ডাল
  5. 2টেবিল চামচছোলার ডাল
  6. 1 চা চামচমেথি
  7. প্রয়োজনমতোসাদা তেল
  8. স্বাদমতোনুন
  9. পরিমাণ মতোজল
  10. পুরের জন্য লাগবে
  11. 2টিআলু সিদ্ধ করে মাখা
  12. 2টেবিল চামচপেঁয়াজ কুচি
  13. স্বাদ অনুযায়ীকাঁচা লঙ্কা কুচি
  14. 2টেবিল চামচটমেটো কুচি
  15. 1টেবিল চামচআদা কুচি
  16. 8 টিকারিপাতা
  17. 1 চা চামচসর্ষে
  18. 1/2 চা চামচগোটা জিরা
  19. 2টেবিল চামচধনেপাতা কুচি
  20. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  21. 1 চা চামচপাতিলেবুর রস
  22. 1 চা চামচকাশ্মীরি লঙ্কাগুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    তেল নুন বাদে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে। বা 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে।

  2. 2

    তারপর সেই মিশ্রনটি থেকে সামান্য জল ফেলে দিয়ে একটি মিক্সিতে বেটে নিতে হবে।বাটা একটু দানা থাকবে।

  3. 3

    এরপর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে । এবং একটি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে গরম হলে তাতে সর্ষে, লঙ্কা, জিরে, কারিপাতা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পর একে একে আদা কুচি টমেটো কুচি দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করার পর নুন স্বাদমতো, হলুদ, ও লঙ্কা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

  4. 4

    কষানো হয়ে গেলে ও বাদাম গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে এবং তাওয়া ওভেনে বসিয়ে গরম হলে তাতে খানিকটা জল ছিটিয়ে ভালো করে মুছে ফেলতে হবে তারপর তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে পাতলা করে নিয়ে একপিঠ রান্না হতে দিতে হবে।

  5. 5

    তারপর পূর ভেতরে লম্বা করে দিয়ে রোল করে নামিয়ে নিতে হবে এবার বাদামের চাটনি সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

Similar Recipes