চিংড়ি পোলাও (Prawn Polau recipe in Bengali)

Swati Nath
Swati Nath @Swati_r_rannaghar
Garifa, West Bengal, India

#fish #sups আমার মায়ের কাছে শেখা চিংড়ি পোলাও একটা খুব সুন্দর বাঙালী খাবার। যারা মুখ পাল্টাতে চায় মাংস থেকে তাদের জন্য এটা খুব সুন্দর খাবার।।

চিংড়ি পোলাও (Prawn Polau recipe in Bengali)

#fish #sups আমার মায়ের কাছে শেখা চিংড়ি পোলাও একটা খুব সুন্দর বাঙালী খাবার। যারা মুখ পাল্টাতে চায় মাংস থেকে তাদের জন্য এটা খুব সুন্দর খাবার।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা ১৫ মিনি
৪ জন
  1. ৫০০ গ্ৰাম চিংড়ি
  2. ৫০০ গ্রাম বাসমতি চাল
  3. ১ চা চামচআদা বাটা
  4. ১/২ চা চামচআদা কুচি
  5. ১ চা চামচরসুন বাটা
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. স্বাদ অনুযায়ীচিনি
  8. ১ চা চামচজিরে গুঁড়ো
  9. ১ চা চামচধনে গুঁড়ো
  10. ১ চা চামচগরম মসলা
  11. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  12. ৬ টিলবঙ্গ
  13. ৪ টিএলাচ
  14. ২ ইঞ্চি দারচিনি
  15. ২ টি তেজপাতা
  16. ১০ টি কিসমিস
  17. ১০ টি কাজুবাদাম
  18. ৪ টি কাঁচা লঙ্কা চেরা
  19. ৪ টি শুকনো লঙ্কা
  20. ১ কাপ পেয়াজ কুচি
  21. ১ কাপ নারকেল দুধ
  22. ২ চা চামচটক দই
  23. ১/২ কাপ সাদা তেল
  24. ৪ চা চামচ ঘি
  25. প্রয়োজন মতোজল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা ১৫ মিনি
  1. 1

    প্রথমে সাদা তেল কড়াই তে গরম করে নিয়ে তাতে এক চামচ ঘি দিলাম। ওই তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোরণ দিয়ে তাতে আদাকুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে, পিয়াঁজ কুচি লাল করে ভাজলাম এবং এর মধ্যে উপরিউক্ত সমস্ত মসলা, টক দই, নুন, চিনি দিয়ে ভালো করে কষে নিয়ে চিংড়ি মাছ দিয়ে ৫ মিনিট কষে নিলাম এবং কাজুবাদাম ও কিসমিস দিয়ে দিলাম। এর পর ১০ মিনিট ঢাকনা দিয়ে মাছ কষতে দিলাম।।

  2. 2

    এবার মাছের মধ্যে আগেথেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম।। ৫ থেকে ৬ মিনিট চাল তাকে ভাজলান এবং এর পর নারকেল দুধ দিয়ে দিলাম।। প্রয়োজন মতো গরম জল দিলাম এবং স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম ১০ মিনিটের জন্যে।

  3. 3

    চাল সেধ্য হয়ে গেলে ঘি ও গরম মসলা দিয়ে নামিয়ে পরিবেশন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swati Nath
Swati Nath @Swati_r_rannaghar
Garifa, West Bengal, India

Similar Recipes