সব্জি মুরগি (sabji murgi recipe in Bengali)

Rupsa Dutta
Rupsa Dutta @cook_20009048

সব্জি মুরগি (sabji murgi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪০০গ্রামচিকেন
  2. ২ টিআলু ( বড় মাপের )
  3. ১/৪ ভাগপেঁপে
  4. ৪ টিছোটো বেগুন
  5. ১ টাগাজর
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. ১০০ গ্রামদই
  8. ২ টেবিল চামচতেল
  9. ৪ টিটমেটো ছোটো মাপের
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ টেবিল চামচকাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  12. ১ টিতেজপাতা
  13. ১ চা চামচজিরে গুঁড়ো
  14. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. ১+১/২ টেবিল চামচপিয়াজ বাটা
  16. ১ চা চামচআদা বাটা
  17. ১ টেবিল চামচরসুন বাটা
  18. স্বাদ অনুযায়ীলঙ্কা বাটা
  19. ১/২চা চামচগোটা গরমশলা
  20. ১/৪ চা চামচজাইফল- জৈত্রি গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আলু কেটে বড় বড় দু বা চার টুকরো করতে হবে তেমন ই পেঁপে ও কেটে নিতে হবে।গাজর চার টুকরো করে নিতে হবে।বেগুন আর টমেটো গোটা রাখতে হবে।

  2. 2

    এবার চিকেনের মধ্যে দই,পিয়াজ বাটা,আদাবাটা,লঙ্কা বাটা,রসুনবাটা,হলুদ গুঁড়ো,কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো,জাইফল- জৈত্রি গুঁড়ো,নুন সব দিয়ে মাখিয়ে নিতে হবে।

  3. 3

    এবার প্রেসার কুকারে তেল দিয়ে গোটা বেগুনটা ভেজে তুলে নিতে হবে।এবার ওই তেলেই তেজপাতা আর গোটা গরমশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেন টা দিয়ে একটু কষতে হবে।

  4. 4

    কোষে গেলে আলু, পেঁপে,গাজর দিয়ে দিতে হবে।দিয়ে একটু নাড়িয়ে নিয়ে জল দিয়ে প্রেসার কুকার বন্ধ করে একটা সিটি দেওয়ার আগেই শি শি আওয়াজ হলে গ্যাস অফ করে দিতে হবে।

  5. 5

    দিয়ে তার পর ঢাকনা খুলে টমেটো,বেগুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে প্রেসার এর মুখটা বন্ধ করে ৩ মিনিট গ্যাস জ্বালিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে।দিয়ে গ্যাস অফ করে ১৫ -২০মিনিট এইভাবেই রেখে দিয়ে হবে।দিয়ে তার পর পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rupsa Dutta
Rupsa Dutta @cook_20009048

Similar Recipes