মাখা মুরগি

Tanusree Basak
Tanusree Basak @cook_15997542

#চিকেন রেসিপি রবিবারের দুপুর মানেই মাংসের ঝোল আর ভাত।কিন্তু অনেক সময়ে খুব কষিয়ে রান্না করতে ইচ্ছা করে না বিশেষ করে গরম কালে।তাই সহজে ঝটপট রান্না কিন্তু স্বাদে অতুলনীয়।আবার তেল অনেক কম ব্যবহার হচ্ছে তাই স্বাস্থ্যকরও বটে।

মাখা মুরগি

#চিকেন রেসিপি রবিবারের দুপুর মানেই মাংসের ঝোল আর ভাত।কিন্তু অনেক সময়ে খুব কষিয়ে রান্না করতে ইচ্ছা করে না বিশেষ করে গরম কালে।তাই সহজে ঝটপট রান্না কিন্তু স্বাদে অতুলনীয়।আবার তেল অনেক কম ব্যবহার হচ্ছে তাই স্বাস্থ্যকরও বটে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ১ কেজি চিকেন
  2. ৪০০ গ্রাম টক দই
  3. ২ টো পিয়াজ বাটা
  4. ২ চা চামচ আদা বাটা
  5. ২ চা চামচ রসুন বাটা
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১ ১/২চা চামচ গরম মসলা গুঁড়া
  11. ৪ চা চামচ সাদা তেল
  12. প্রয়োজন অনুযায়ী কয়েক টা গরম মসলা
  13. ২ টো শুকনো লঙ্কা
  14. ২ টো তেজপাতা
  15. স্বাদমতো নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    চিকেন ধুয়ে পরিষ্কার করে নিন।চিকেন টক দই,পিয়াজ বাটা,আদা বাটা,রসুন বাটা,হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো,গরম মসলা গুঁড়ো, অল্প নুন, অল্প সাদাতেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিন।

  2. 2

    চিকেন ৩ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন।

  3. 3

    কড়াইতে সাদা তেল দিয়ে গোটা গরম মসলা, শুকনো লঙ্কা,তেজপাতা ফোড়ন দিন।

  4. 4

    তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে কষান। ঢাকা দিয়ে রান্না হতে দিন।স্বাদমতো নুন দিয়ে।জল দেবেন না ।

  5. 5

    চিকেন সেদ্ধ হলে ঝোল গাঢ় হয়ে এলে অল্প গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanusree Basak
Tanusree Basak @cook_15997542

মন্তব্যগুলি

Similar Recipes