নিরামিষ ছোলার ডাল (niramish cholar dal recipe in Bengali)

Debjani Mistry Kundu
Debjani Mistry Kundu @cook_22986642
Tamluk

নিরামিষ ছোলার ডাল (niramish cholar dal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৫ জন
  1. ২০০ গ্রাম ছোলার ডাল
  2. ১ টা মাঝারি আলুর কুচি
  3. পরিমান মতো নারকেল টুকরো
  4. ৭টি কাজুবাদাম কুচি
  5. ১৫ -২০ টি কিসমিস
  6. ১চা চামচআদা বাটা
  7. ১চা চামচমৌরি
  8. ১টি তেজপাতা
  9. ১টি টমেটো কুচি
  10. ২টি শুকনো লঙ্কা
  11. 1 চা চামচভাজা মসলা গুঁড়ো
  12. পরিমাণমতো তেল
  13. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  14. ১/২ চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    ছোলার ডাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    পেশার কুকারে ডাল দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    আলু কুচি কুচি করে কেটে নুন মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    নারকেল ভেজে তুলতে হবে।

  5. 5

    তেল গরম করে তাতে মুড়ি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিতে হবে।

  6. 6

    এরপর আদা বাটা টমেটো কুচি দিতে হবে।

  7. 7

    স্বাদমতো নুন চিনি হলুদ দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দিতে হবে টমেটো নরম হওয়ার জন্য।

  8. 8

    এরপর কাজু কিসমিস ও নারকেল কুচি দিয়ে ভেজে রাখা আলু সেদ্ধ করে নেওয়া ডালটি জল থেকে ছেঁকে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  9. 9

    চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ঈষদুষ্ণ গরম জল পরিমাণমতো দিয়ে দিতে হবে।

  10. 10

    দশ মিনিটের জন্য কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

  11. 11

    এরপর নামিয়ে নিলেই তৈরি নিরামিষ ছোলার ডাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Mistry Kundu
Debjani Mistry Kundu @cook_22986642
Tamluk

Similar Recipes