নিরামিষ ছোলার ডাল(Niramish cholar dal recipe in Bengali)

Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

#ebook2
নববর্ষ_রেসিপি
নববর্ষের দিনে সকালের জলখাবারে লুচি বা পরোটার সঙ্গে ছোলার ডাল না হলে চলে।

নিরামিষ ছোলার ডাল(Niramish cholar dal recipe in Bengali)

#ebook2
নববর্ষ_রেসিপি
নববর্ষের দিনে সকালের জলখাবারে লুচি বা পরোটার সঙ্গে ছোলার ডাল না হলে চলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০গ্রাম ছোলার ডাল
  2. ফোড়নের জন্য
  3. ২টো তেজপাতা
  4. ২টো শুকনো লঙ্কা
  5. ১চিমটে গোটা জিরে
  6. ১চা চামচ আদা বাটা
  7. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১চা চামচ লঙ্কার গুঁড়ো
  9. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  10. ১চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. ১/২কাপ কাজুবাদাম ও কিশমিশ
  12. ১চা চামচ ঘি
  13. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  14. পরিমাণ অনুযায়ীসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডালটাকে পরিমাণ মতো জল দিয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    পরেরদিন সকালে প্রেসার কুকারে ডাল নিয়ে তাতে পরিমাণ মতো জল,নুন ও ১চিমটে হলুদ গুঁড়ো দিয়ে ৪-৫ টা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

  3. 3

    কড়াইতে একটু ঘি দিয়ে তাতে কিশমিশ ও কাজুবাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে।একটা সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে গুঁড়ো মশলা ও জল দিয়ে একটা কষিয়ে তার মধ্যে সিদ্ধ ডাল দিয়ে একটু ফুটে উঠলে ওর মধ্যে ভাজা কাজুবাদাম,কিশমিশ এবং গরম মশলা দিয়ে একটু ডাকা দিয়ে রেখে গরম গরম পরিবেশন করুন লুচি বা পরোটার সঙ্গে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

Similar Recipes