ম্যাঙ্গালোর চিকেন কারি(Mangalore Chicken Curry recipe in Bengali)

smart grihini
smart grihini @cook_24620827
কলকাতা

#megakitchen
#smartgrihini
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষের প্রত্যেকেরই আছে রান্নার নিজস্ব ঘরানা নিজস্ব ধাঁচে আপনি যদি ভারতের বিভিন্ন প্রান্তের স্বাদ আস্বাদন করতে চান তবে শুরু করুন চিকেন দিয়েই। আজ তাই Smart Grihini এর রান্না ঘরে special menu #kori #Gassi যার পোশাকী নাম

ম্যাঙ্গালোর চিকেন কারি(Mangalore Chicken Curry recipe in Bengali)

#megakitchen
#smartgrihini
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষের প্রত্যেকেরই আছে রান্নার নিজস্ব ঘরানা নিজস্ব ধাঁচে আপনি যদি ভারতের বিভিন্ন প্রান্তের স্বাদ আস্বাদন করতে চান তবে শুরু করুন চিকেন দিয়েই। আজ তাই Smart Grihini এর রান্না ঘরে special menu #kori #Gassi যার পোশাকী নাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আনুমানিক মোট ১ঘন্টা + ৪০ মিনিট সময় লাগবে
৪ জনের জন্য
  1. ৬০০ গ্রাম মুরগির মাংস
  2. ৩/৪ কাপ সাদা তেল
  3. স্বাদ অনুযায়ীলবণ
  4. ১০ টি গোটা গোলমরিচ
  5. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  6. ২ টেবিল চামচ অদা রসুন বাঁটা
  7. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  8. ১০ টি কাশ্মিরি গোটা শুকনো লঙ্কা
  9. ৩ টি মাঝারি মাপের পেঁয়াজ
  10. ১ টেবিল চামচ গোটা জিরে
  11. ১ টেবিল চামচ গোটা মৌরি
  12. ৮ টিরসুনের কোয়া
  13. ১/২ কাপ নারকেল কোরা
  14. ১ চা চামচ গোটা কালো সর্ষে
  15. ১০ টি কারি পাতা
  16. ২ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ

রান্নার নির্দেশ সমূহ

আনুমানিক মোট ১ঘন্টা + ৪০ মিনিট সময় লাগবে
  1. 1

    মাংশ গুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ লবণ আর ২ টেবিল চামচ আদা রসুন বাঁটা ভালো করে মাখিয়ে ১ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে

  2. 2

    ১ ঘন্টা পর ফ্রাইং প্যানএ ১ টেবিল চামচ সাদা তেল নিয়ে ১০ টি কাশ্মিরি শুকনো গোটা লঙ্কা,১০ টা গোটা গোলমরিচ, ১ টেবিল চামচ গোটা মৌরি, ১ টেবিল চামচ গোটা ধনে আর ১ টেবিল চামচ গোটা জিরে হালকা করে ভেজে নিতে হবে, এবার এই ভাজা মশলা গুলো কে মিক্সচারে জারে নিয়ে নিলাম

  3. 3

    এবার ওই একই প্যানএ ১ টেবিল চামচ সাদা তেল নিয়ে ৬ কোয়া রসুন আর ১ টা মাঝারি মাপের কেটে রাখা পেয়াজ, হালকা করে ভেজে নিয়ে, ভাজা মসলা গুলোর সাথে মিক্সচারের একই জারে নিয়ে ভালো করে বেঁটে নিতে হবে

  4. 4

    এবার ১/২ কাপ নারকেল কোরা শুকনো প্যানএ হালকা ভেজে নিয়ে মিক্সচারে ভালো করে বেঁটে নিতে হবে

  5. 5

    কড়াই গরম হলে তাতে ১/২ কাপ সাদা তেল নিয়ে মিহিকরে কেটে রাখা ২ টো মাঝারি মাপের পেঁয়াজ, ৩ কোয়া রসুন ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজ ভাজা হয়ে গেলে শুকনো মসলার পেস্ট টা দিয়ে ভালো করে কষতে হবে, কষা হয়ে গেলে নারকেলের পেস্ট টা দিয়ে আবারো কষতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে

  6. 6

    এবার মাখিয়া রাখা মাংস টা মসলার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ও ১৫ মিনিটের জন্যে চাপ দিয়ে দিতে হবে,১৫ মিনিট পর চাপা খুলে মসলার বাটি ধোয়া জল ও তার সাথে প্রয়াজন মতো গরম জল মিশিয়ে জলের পরিমাণ ঠিক করে নিয়ে আবারো কিছুক্ষণের জন্যে চাপ দিতে হবে সুসেদ্ধ করার জন্যে

  7. 7

    এবার চাপা খুলে ২ টেবিল চামচ তেতুলে সজ্জ্যা মিসিয়ে ৫ মিনিট ঢিমে আঁচে ফোটাতে হবে...আর এর মাঝেই গ্যাসের অন্য ওভেনে একটা ডাবু তে ২ টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে ১ চা চামচ গোটা কালো সর্ষে আর ১০ টা কারি পাতা দিয়ে কিছু টা তড়কা বানিয়ে মাংসের ওপরে ছড়িয়ে দিলেই রান্না কমপ্লিট, তবে নামানোর আগে নুন ঝাল তা একটু দেখে টিতে হবে

  8. 8

    ধনে পাতা বাঙালি দের খুবই প্রিয়, তাই পরিবেশনের আগে একটু ধনে পাতা দিয়ে পরিবেশন করুন এই দক্ষিণ ভারতের মাংশের পদ টি আশাকরি সকলের ভালো লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
smart grihini
smart grihini @cook_24620827
কলকাতা
আমি খুব সাধারণ একজন গৃহিনী | চাকরির পাশাপাশি সংসারের সাবকাজেই সামলাই | রান্না ঘর টা আমার খুব প্রিয়, সময় পেলেই রান্না নিয়ে নানান এক্সপেরিমেন্ট করি | একটা ইউটিউব চ্যানেল ও আছে smart grihini নামে , একটু আধটু কবিতাও বলার চেষ্টা করি | ব্যাস আর কি নিজের সম্বন্ধে আর কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না ...সকল কে ধন্যবাদ ||যদি সময় হয় তাহলে এই লিঙ্কে ক্লিক করে একবার আমার চ্যানেলে ঘুরে আসুন - https://bit.ly/2WgZQbA
আরও পড়ুন

Similar Recipes