গোলবাড়ি চিকেন কষা (Golbari Chicken kosha Recipe in Bengali)

Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly

#ebook2
#জামাইষষ্ঠী রেসিপি

বিভিন্ন স্বাদের চিকেন আমরা বিভিন্ন সময়ে তৈরি করে থাকি৷ তেমনই এই গোলবাড়ি চিকেন কষা পদটিও ভীষণ সুস্বাদু৷ কলকাতার প্রসিদ্ধ রেষ্টুরেন্ট গোলবাড়ি৷ সেই রেষ্টুরেন্টে তৈরী এই পদটির কিছু নিজস্ব বৈশিষ্ট আছে৷ এই পদের রং হল এই পদের বৈশিষ্ট৷৷

গোলবাড়ি চিকেন কষা (Golbari Chicken kosha Recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী রেসিপি

বিভিন্ন স্বাদের চিকেন আমরা বিভিন্ন সময়ে তৈরি করে থাকি৷ তেমনই এই গোলবাড়ি চিকেন কষা পদটিও ভীষণ সুস্বাদু৷ কলকাতার প্রসিদ্ধ রেষ্টুরেন্ট গোলবাড়ি৷ সেই রেষ্টুরেন্টে তৈরী এই পদটির কিছু নিজস্ব বৈশিষ্ট আছে৷ এই পদের রং হল এই পদের বৈশিষ্ট৷৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫ ঘন্টা
৫ জন
  1. ৭৫০ গ্রাম চিকেন
  2. ম্যারিনেশন জন্য
  3. ৪ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  4. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ২ টেবিল চামচ টক দই
  6. ১ চা চমচ কাশ্মিরি লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ৪ টেবিল চামচ সর্ষে তেল
  9. গ্রেভী জন্য
  10. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
  11. ২ টি পেঁয়াজ ভেজে বাটা
  12. ১ চা চমচ কাশ্মিরি লঙ্কা গুঁড়ো
  13. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. ১ চা চামচ জিরে গুঁড়ো
  16. স্বাদমতোলবণ
  17. ১ চা চামচ গুটি চা
  18. পরিমান মতো সর্ষে তেল
  19. ফোড়ণের জন্য
  20. ৪ টি এলাচ
  21. ৪ টি লবঙ্গ
  22. ২ টুকরো দারচিনি
  23. ৫-৬ টি গোলমরিচ
  24. ১ টা শুকনো লঙ্কা
  25. ২ টি তেজপাতা
  26. ১ চিমটি চিনি

রান্নার নির্দেশ সমূহ

৫ ঘন্টা
  1. 1

    প্রথমে চিকেন টা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই, কাশ্মিরি লঙ্কা গুঁড়ো, হলুদ, সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে ২ ঘন্টা রেখে দিতে হবে৷

  2. 2

    এবার কড়াই তে ৬ টেবিল চামচ সর্ষেতেল গরম করে ওতে ফোড়ণ দিয়ে কম আঁচে ভাজতে হবে৷

  3. 3

    ফোড়ণ ভাজা হলে ওতে আদা
    রসুন বাটা দিয়ে ভেজে নিলাম৷
    এরপর একে একে ভাজা পেঁয়াজ বাটা, কাশ্মিরি লঙ্কা গুঁড়ো, হলুদ,জিড়ে গুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে নিলাম৷

  4. 4

    মশলা কষিয়ে ওতে ম্যারিনেট করা চিকেন দিয়ে কষাতে থাকলাম৷

  5. 5

    প্রায় ৬-৭ মিনিট কষিয়ে চিকেনের ম্যারিনেট করা মশলা দিয়ে মিশিয়ে ঢাকণা দিলাম৷

  6. 6

    কম আঁচে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করলাম৷

  7. 7

    এবার ১ কাপ জলে গুটি চা দিয়ে ফুটিয়ে ১/২ কাপ লিকার করে নিলাম৷

  8. 8

    চিকেন সেদ্ধ হলে ওতে চা এর লিকার ও গরমমশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম৷
    তৈরি গোলবাড়ি চিকেন কষা৷৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly
cooking is my passion
আরও পড়ুন

Similar Recipes