রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিন
৫-৬ জনের জন্য
  1. 1 কাপ (সামান্য কিমি.ময়দা এক কাপের শামান্ন কম
  2. ১চা চামচবেকিং পাউডার
  3. ৩ টেবিল চামচচকলেট পাউডার
  4. ১কাপচিনি
  5. ১/২কাপতেল+ঘি
  6. ৪ টাডিম
  7. ৫-৬ ফোঁটা ভ্যানিলা এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিন
  1. 1

    ডিমের সাদা অংশ গুলকে এগ বিটার দিয়ে ফম করে নিতে হবে।

  2. 2

    তার ভিতরে কুশুম গুল দিয়ে আবার বিট করতে হবে।

  3. 3

    তার ভিতরে একে একে চিনি,তেল,ভ্যানিলা এসেন্স, দিয়ে বিট করতে হবে।

  4. 4

    অপর পাত্রে ময়দা,বেকিং পাউডার চকলেট পাউডার, দিয়ে একশাথে চেলে মিক্স করতে হবে।

  5. 5

    মিক্সতে ফাটান ডিমের ভিতরে দিয়ে বিট করতে হবে।

  6. 6

    মিক্স্রন্টি বেকিং পাত্রে ঢেলে ইলেকট্রিক ওভেনে এ ঢেলে ১৫০ ডিগ্রি তাপমাত্রায় ৩০-৩৫ মিন বেক করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Fahmida Ayub
Fahmida Ayub @cook_24415331

Similar Recipes