মালাই কেক (malai cake recipe in Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#ডিলাইটফুল ডেজার্ট
ডিম ছাড়া গ্যাসে বানানো অসাধারণ একটি রেসিপি,,,,,, আমার বাড়ির সবার তো খুব পছন্দ,,, তাই তোমাদের ও বানানোর অনুরোধ রইল

মালাই কেক (malai cake recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
ডিম ছাড়া গ্যাসে বানানো অসাধারণ একটি রেসিপি,,,,,, আমার বাড়ির সবার তো খুব পছন্দ,,, তাই তোমাদের ও বানানোর অনুরোধ রইল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘন্টা
৪ জনের জন্য
  1. ২ কাপ ময়দা
  2. ২ কাপ চিনি গুঁড়ো
  3. ১ চা চামচ বেকিং পাউডার
  4. ১/২ চা চামচ বেকিং সোডা
  5. ১ চিমটে নুন
  6. ১ কাপ সাদা তেল
  7. ২ চা চামচ টক দই
  8. ১ লিটার দুধ
  9. ১০০ গ্রাম কনডেন্স মিল্ক
  10. প্রয়োজন অনুযায়ীসাজাবার জন্য কাজু পেস্তা ও আমন্ড কুচি
  11. ১টি কেকের টিন আর বাটার পেপার

রান্নার নির্দেশ সমূহ

২ ঘন্টা
  1. 1

    প্রথমে শুকনো উপকরণ গুলোকে ভালোভাবে চেলে নিতে হবে।

  2. 2

    তারপর সাদা তেল চিনি ও টক দই একসাথে ভালোভাবে বিটার দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর শুকনো উপকরণগুলো ধীরে ধীরে মিশিয়ে একটি স্মুদ ব্যাটার তৈরি করে নিতে হবে।

  3. 3

    এরপর কেক টিনে বাটার পেপার লাগিয়ে বেটার ঢেলে দিতে হবে। অন্যদিকে গ্যাস এ একটি কড়াই বসিয়ে তাতে একটি স্ট্যান্ড দিয়ে 10 মিনিট প্রি হিট করে নিতে হবে।

  4. 4

    এবার কেক টিনে মিশ্রণটি ঢেলে কড়াই তে বসিয়ে 40 থেকে 45 মিনিট ঢাকা দিয়ে বেক করে নিতে হবে।

  5. 5

    অন্য একটি পাত্রে দুধ ভালো করে ফুটিয়ে একটু ঘন হয়ে আসলে কনডেন্স মিল্ক মিশিয়ে মালাই তৈরি করে নিতে হবে।

  6. 6

    কেক ঠান্ডা হয়ে গেলে একটি প্লেটে কেক টিন থেকে বের করে নিয়ে ওপর থেকে মালাই ঢেলে কাজু পেস্তা ও আমন কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

Similar Recipes