ক্যারামেল সাবুদানার পায়েস (Caramel sabur payesh recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

ক্যারামেল সাবুদানার পায়েস (Caramel sabur payesh recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫ মিনিট
  1. ১০০ গ্রাম বড়ো দানার সাবু
  2. ১ কাপ বাতাসা
  3. ১ লিটার দুধ
  4. ৩ টা এলাচ
  5. ৭ টা কাজু
  6. ১০ টা কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫ মিনিট
  1. 1

    সাবুদানা গুলো ধুয়ে ২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    তারপর ১লিটার দুধ ১টা তেজপাতা দিয়ে ফুটিয়ে হাফ করে নিতে হবে। তারপর জল ঝরিয়ে সাবুদানা গুলো দিয়ে দিতে হবে।

  3. 3

    মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করতে হবে। সাবু সেদ্ধ হয়ে গেলে বাতাসা গুলো দিয়ে দিতে হবে।

  4. 4

    তারপর ২-৪ মিনিট নেড়ে বাতাসা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর কিসমিস, কাজু আর এলাচের দানা গুড়ো করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর একটা পাত্রে ৩ টেবিল চামচ চিনি আর ১ টেবিল চামচ জল দিয়ে মিশিয়ে কম আঁচে নেড়ে নেড়ে লাল হওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে।

  6. 6

    তারপর চিনি টা পুরে ক্যারামেল হয়ে গেলে পায়েসটার মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    এইভাবে রেডি হয়ে যাবে ক্যারামেল সাবুদানার পায়েস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes