ডিমের কাটলেট/ডেভিল (dimer devil recipe in Bengali)

Ruma Basu
Ruma Basu @cook_19780327

#goldenapron3
আমি এবার কাটলেট বেছে নিয়েছি।

ডিমের কাটলেট/ডেভিল (dimer devil recipe in Bengali)

#goldenapron3
আমি এবার কাটলেট বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৫জন
  1. ৫-৬টিডিম
  2. ২টিআলু
  3. ১বাটিপেঁয়াজ কুচি
  4. ১চা চামচলংকা গুঁড়ো
  5. স্বাদমতনুন
  6. ১বাটিবিস্কুটের গুঁড়া
  7. ২চা চামচময়দা
  8. ১চা চামচআদ রসুন বাটা

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    ৪ টি ডিম সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিতে হবে।আলু সিদ্ধ করে চটকে মেখে নিতে হবে।

  2. 2

    কড়াইতে আদা-রসুন বাটা দিয়ে ১ মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজ দিয়ে আরো কিছুক্ষন ভেজে নিয়ে ওর মধ্যে আলুসেদ্ধ মাখাটা দিয়ে দিতে ।ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে আরো কিছুক্ষন ভেজে নিতে হবে।

  3. 3

    তারপর ডিমের গায়ে আলুর এই মিশ্রণটি চেপে চেপে লাগিয়ে ডেভিলের আকারে গড়ে নিতে হবে।এরপর একটি পাত্রে অবশিষ্ট ডিমটি ফেটিয়ে নুন মিশিয়ে নিতে হবে। বিস্কুটের গুঁড়া আর একটি পাত্রে নিন।

  4. 4

    ময়দার ওপর গড়িয়ে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তেলে ভেজে নিয়ে তৈরি করে নিন ডিমের ডেভিল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruma Basu
Ruma Basu @cook_19780327

Similar Recipes