চিংড়ি ডিমের ছটফটে ডেভিল (chingri dimer devil recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#fiveingridients
#jhuma
চিংড়িমাছ, মুরগির ডিম ও ভেজিটেবিল দিয়ে বানানো এই অসাধারন রেসিপিটি স্বাদ ও গন্ধে অতুলনীয় | মুখরোচক এই রেসিপিটি বিকালের সান্ধ্য স্ন্যাক্স হিসাবে ছোট বড় সবারই ভালো লাগবে |

চিংড়ি ডিমের ছটফটে ডেভিল (chingri dimer devil recipe in Bengali)

#fiveingridients
#jhuma
চিংড়িমাছ, মুরগির ডিম ও ভেজিটেবিল দিয়ে বানানো এই অসাধারন রেসিপিটি স্বাদ ও গন্ধে অতুলনীয় | মুখরোচক এই রেসিপিটি বিকালের সান্ধ্য স্ন্যাক্স হিসাবে ছোট বড় সবারই ভালো লাগবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫o মিনিট
২জনের
  1. ৪-টি চিংড়ি মাছ
  2. ১টি সেদ্ধ ডিম
  3. ১টি আলু
  4. ১টি গাজর
  5. ১টি বীট
  6. ২টি পেঁয়াজ কুচি
  7. ১টি শসা
  8. ৭-৮ কোয়া রসুন থেঁতো করা
  9. ১টুকরোআদা থেঁতো করা
  10. ২-৩ টেকাঁচা লংকা
  11. ১/২ লেবু
  12. পরিমাণ মতবেসন
  13. পরিমান মত বিস্কুটের গুঁড়া
  14. পরিমান মত সর্ষের তেল
  15. স্বাদমত নুন
  16. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  18. ১ চা চামচ গরম মশলা
  19. ১ চা চামচ জিরা গুঁড়ো
  20. ১টা লবঙ্গ
  21. ২টা ছোট এলাচ
  22. ১টা গোটা লংকা
  23. ১টুকরা দারচিনি
  24. ১ চা চামচ চিনি
  25. ২ চা চামচ ভাজা মশলা
  26. ২চা চামচ টমেটো কেচাপ (ঘরে বানানো)

রান্নার নির্দেশ সমূহ

৫o মিনিট
  1. 1

    প্রথমে ডিম সেদ্ধ করে চার টুকরা করে রাখতে হবে | চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে হাল্কা ভেজে রাখতে হবে |আলু গাজর বীট ছোট টুকরা করে প্রেসারে ১টা সিটি দিয়ে জল ঝরিয়ে রাখতে হবে I পেঁয়াজ কেটে রসুন আদা থেঁতো করে নিতে হবে । প্যানে তেল ও গরম মশলা গোটা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি রসুন ও মশলা একে একে দিয়ে ভাজতে হবে |

  2. 2

    এরপর সবজি সেদ্ধটা দিয়ে ঐ মশলাতে কষাতে হবে | কষাতে কষাতে সবজিগুলো ভালো মত ভাজা হয়ে একটা সবজির পুর তৈরী হবে | এরপর এতে ভাজা মশলা ও গরম মশলা ছড়িয়ে ঠান্ডা করতে হবে | এরপর সবজির মণ্ড থেকে বাটি বানিয়ে তাতে সেদ্ধ ডিমের থেকে একভাগ নিয়ে, একটা চিংড়ি রেখে সাবধানে ডেভিল বানাতে হবে | চিংড়ির লেজ যেন বার হয়ে থাকে |

  3. 3

    এরপর সেটি বেসন গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়া বা ব্রেড ক্র্যম্প মাখিয়ে গরম সরষের তেলে সাবধানে ছেড়ে(ডুবো তেলে)ভেজে নিতে হবে ।

  4. 4

    ভাজা হয়ে গেলে সার্ভিং প্লেটে টমেটো কেচাপ,শশাকুচি পেঁয়াজ কুচি, গাজর কুচি নুন ও লেবুর রস ছড়িয়ে দিয়ে সার্ভ করলেই রেডি, চিংড়ি ডিমের ছটফটে ডেভিল | সন্ধ্যাবেলায় চা এর আসরে এই পদটি দারুণ জমে যাবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি (18)

Similar Recipes