ম্যাঙ্গো ক্ষীর বা আমের পায়েস (mango kheer recipe in Bengali)

মধুমিতা সরকার মিশ্র
মধুমিতা সরকার মিশ্র @cook_16359417

#goldenapron3
গোল্ডেন এপ্রণের 25 th সপ্তাহের ধাঁধা থেকে আমি মিল্ক বা দুধ বেছে নিয়ে আমের পায়েস বানিয়েছি।

ম্যাঙ্গো ক্ষীর বা আমের পায়েস (mango kheer recipe in Bengali)

#goldenapron3
গোল্ডেন এপ্রণের 25 th সপ্তাহের ধাঁধা থেকে আমি মিল্ক বা দুধ বেছে নিয়ে আমের পায়েস বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4জনের জন্য
  1. 1 লিটারদুধ
  2. 2টিপাকা আমের পাল্প
  3. 1 কাপগোবিন্দভোগ চাল
  4. 50 গ্রামচিনি
  5. 1 চা চামচছোট এলাচ গুঁড়ো
  6. 3 টেবিল চামচপাকা আমের কুচি
  7. 1টেবিল চামচকাজু কুচি ও কিছু শুকনো গোলাপের পাপড়ি সাজানোর জন্য।

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    উপাদানগুলিকে এক জায়গায় গুছিয়ে নিতে হবে।

  2. 2

    দুধ বেশ কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে ।

  3. 3

    এরপর দুধে আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল মিশিয়ে দিতে হবে এবং বেশ কিছুক্ষণ ফোটাতে হবে।

  4. 4

    আম দুটিকে ধুয়ে টুকরো করে কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমের পাল্প করে নিতে হবে।

  5. 5

    চাল সেদ্ধ হয়ে এলে চিনি ও এলাচ গুঁড়ো মিশিয়ে দিতে হবে।

  6. 6

    বেশ ঘন ক্ষীরের মতো হয়ে এলে গ্যাস অফ করে দিতে হবে এবং আমের পাল্প মিশিয়ে দিতে হবে।

  7. 7

    পায়েস ঠান্ডা হয়ে গেলে নিজের ইচ্ছেমত সাজিয়ে পরিবেশন করুন আমি এখানে আমের কুচি কাজুও গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
মধুমিতা সরকার মিশ্র

Similar Recipes