মোচার চপ (Mocha r chop recipe in Bengali)

Banasree Bhowal
Banasree Bhowal @banasree
Siliguri

#উত্তরবাংলার রান্নাঘর
#সব্জী
আজ মোচা দিয়ে তৈরি করে নিলাম বিকেলের জন্যে তৈরি করে নিলাম মোচার চপ।

মোচার চপ (Mocha r chop recipe in Bengali)

#উত্তরবাংলার রান্নাঘর
#সব্জী
আজ মোচা দিয়ে তৈরি করে নিলাম বিকেলের জন্যে তৈরি করে নিলাম মোচার চপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা ৩০মিনিট
৪-৫
  1. ১ টা মোচা
  2. আলু
  3. মুট চাল
  4. ৪-৫ এলাচ
  5. দারচিনি
  6. ৫-৬ তেজ পাতা
  7. ১.৫ চা চামচ গোটা জিরে
  8. ২ চা চামচ লঙ্কা বাটা
  9. ১.৫ চা চামচ আদা বাটা
  10. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ৫-৬ চা চামচ কর্নফ্লাওয়ার
  12. ২ চা চামচ ময়দা
  13. স্বাদ মতোলবণ
  14. ৪০০ গ্রাম ব্রেডক্রাম্ব /পাউরুটির গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা ৩০মিনিট
  1. 1

    মোচা কেটে প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে ৪টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    সেদ্ধ হলে মোচা থেকে জল ছেকে নিতে হবে ভালো করে।

  3. 3

    এরপর আলু ও সেদ্ধ করে নিতে হবে।

  4. 4

    এরপর কড়াইতে তেল দিয়ে মোচা, চাল, সেদ্ধ করে রাখা আলু, লবণ আর হলুদ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব রকম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে।

  6. 6

    ভালো করে কষিয়ে নিলেই তৈরি চপ এর মিশ্রণ, গ্যাস বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিতে হবে।

  7. 7

    ঠান্ডা হলে মিশ্রণটা ভালো করে চটকে নিতে হবে, যাতে একদম পেস্ট হয়ে যায়।

  8. 8

    এরপর মিশ্রনে অল্প ময়দা, আর ব্রেড ক্রাম্বস দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে।

  9. 9

    মিশিয়ে নেওয়ার পর, ছোটো ছোটো চপ এর আকারে তৈরি করে নিতে হবে।

  10. 10

    এরপর একটা বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, জল আর লবণ দিয়ে কোটিং এর জন্য ব্যটার তৈরি করে নিতে হবে।

  11. 11

    এরপর চপগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামবস এ কোট করে নিতে হবে। এই ভাবে দু বার করতে হবে।

  12. 12

    কোট করে নেওয়ার পর ১ ঘণ্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে।

  13. 13

    এরপর কড়াইতে বেশ অনেকটা তেল দিতে হবে, তেল গরম হলে চপ গুলো এক এক করে ভেজে নিতে হবে।

  14. 14

    ভেজে নেওয়ার পর স্প্রীং অনিয়ন র সস দিয়ে পরিবেশন করুন মোচার চপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Banasree Bhowal
Banasree Bhowal @banasree
Siliguri

Similar Recipes