ফ্রাইড কোকোনাট প্যানকেক ও রাবড়ি(deep fried pancakes in Bengali)

Riya Samadder
Riya Samadder @cook_20259284

#মিষ্টি
খেতে ইচ্ছে হলে এই রেসিপি টি অবশ্যই করুন একটু অন্য রকম এই মিষ্টি প্রথম Martin Picard’s করেছিলেন।

ফ্রাইড কোকোনাট প্যানকেক ও রাবড়ি(deep fried pancakes in Bengali)

#মিষ্টি
খেতে ইচ্ছে হলে এই রেসিপি টি অবশ্যই করুন একটু অন্য রকম এই মিষ্টি প্রথম Martin Picard’s করেছিলেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
5 সারভিংস
  1. 2 কাপময়দা
  2. 1 কাপচিনি
  3. 1 কাপনারকেল কোরা
  4. 1/2 চা চামচবেকিং সোডা
  5. 1/4 চা চামচবেকিং পাউডার
  6. প্রয়োজন মতনারকেল দুধ বা গরুর দুধ
  7. 5 চা চামচমাখন
  8. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য তেল
  9. রাবড়ি করতে লাগছে
  10. 1 কাপদুধ
  11. 1/2 কাপপাউডার মিল্ক
  12. 1/2 কাপচিনি
  13. 1/2 চা চামচএলাচ গুঁড়ো
  14. প্রয়োজন মতকাজু কিসমিস কুচি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, বাকিং সোডা ও চিনি ভালো করে মিশিয়ে নিন এবার র একটি পাত্রে নারকেল কোরা মাখন ও দুধ মিশিয়ে নিন অল্প অল্প করে অন্য পাত্রে ঢেলে গুলে নিন খুব পাতলা করবে না বা খুব ঘনো। 30 মিনিট জন্য ঢেকে রেখে দিন।

  2. 2

    এই সময়ে আপনি রাবড়ি তৈরি করুন একটি ননস্টিক ফ্রাইপ্যান গরম করুন দুধ ঢেলে ফুটতে দিন দুধ ফুটতে উঠলে কম আঁচে পাউডার মিল্ক দিয়ে মিশাতে থাকুন কিছু ক্ষণের এরকম রেখে দিন অল্প আঁচে এবার চিনি কিসমিস কাজু এলাচ গুঁড়ো দিয়ে খুব কম আঁচে রেখে রান্না করুন। দুধ শুকিয়ে ঘনো হলে নামিয়ে রাকুন। আপনার রবিডি রেডী

  3. 3

    প্যানকেক ঢাকনা খুলে একবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিন তেল গরম করে এক হাতা ঢালুন দেখবেন মাল্পুয়া মতন ফুলে উঠবে এবার তেল ঝরিয়ে নামিয়ে নিন এক এক করে এই ভাবে করে নিন। ওপর থেকে রাবড়ি দিয়ে পরিবেশন করুন।

  4. 4

    এই মিষ্টি আমার পরিবার এর সবাই খুব পছন্দ করেন। আমি প্রথমে দিন বানাই ভেবে ছিলাম আমি আবিষ্কার করল বুজি কিন্তু পরে নেট ঘেঁটে বুঝলম এটি আগের থেকে প্রচলিত বিদেশি মিষ্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Riya Samadder
Riya Samadder @cook_20259284
রান্না করতে ভালো বাসি
আরও পড়ুন

Similar Recipes