মালাই রোল (Malai roll recipe in bengali)

Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

#মিষ্টি
এই রেসিপিটি মিষ্টি প্রেমী মানুষদের কাছে খুবই স্বাদের একটা রেসিপি। ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে।

মালাই রোল (Malai roll recipe in bengali)

#মিষ্টি
এই রেসিপিটি মিষ্টি প্রেমী মানুষদের কাছে খুবই স্বাদের একটা রেসিপি। ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

60 মিনিট
৪ জন
  1. ৪-১/২ কাপ দুধ
  2. ১কাপ গুঁড়ো দুধ
  3. ২চা চামচ ফ্রেশ ক্রিম
  4. ৪ পিস ব্রেড্
  5. ১চা চামচ ঘি
  6. ৩ চা চামচচিনি
  7. ১ চিমটি কেশর
  8. ১ চা চামচ কেওড়া জল

রান্নার নির্দেশ সমূহ

60 মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে ১/২ কাপ দুধ ও ১/২কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোন লাম্পস না থাকে।

  2. 2

    এরপর ফ্লেম অন করে একদম লো ফ্লেমে ১ চামচ ঘি দিয়ে নাড়তে হবে তারপর ১-১/২ চামচ চিনি ও ২ চামচ ফ্রেশ ক্রিম দিয়ে আবার নাড়তে হবে

  3. 3

    নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন ফ্লেম অফ করে একটা পাত্রে তুলে ঠান্ডা হতে দিতে হবে। ব্যাস স্টাফিং তৈরি।

  4. 4

    এরপর পাউরুটির চারপাশের ব্রাউন অংশ ছুরি দিয়ে কেটে বাদ দিতে হবে।

  5. 5

    তারপর বেলনা দিয়ে বেলে নিতে হবে ও তারমধ্যে আগে থেকে বানানো দুধ গুঁড়ো দুধের স্টাফিং দিয়ে রোল করে মুড়ে নিতে হবে।

  6. 6

    এরপর একটা কড়াই চাপিয়ে তারমধ্যে ৪ কাপ দুধ ও ১/২ কাপ গুঁড়ো দুধ দিয়ে লো ফ্লেমে নাড়তে হবে তার তার মধ্যে বাকি চিনি, কেওড়া জল ও কেশর দিয়ে আবার নাড়তে হবে।

  7. 7

    নাড়তে নাড়তে দুধ ঘন হয়ে এলে ফ্লেম বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে দুধ রাবরির মতো ঘন না হয়ে যায়।

  8. 8

    এরপর পাউরুটির রোল গুলো একটা প্লেটে সাজিয়ে তারমধ্যে কেশর দুধ ঢালতে হবে। ঢালার সময় খেয়াল রাখতে হবে যাতে পাউরুটির রোল গুলো সবটাই কেশর দুধে ডুবে থাকে।

  9. 9

    ব্যাস আমাদের মালাই রোল তৈরি। এরপর উপর থেকে কাঠবাদাম কুচি ও কেশর ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

Similar Recipes