করেলার বরফি (Karelar barfi recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#মিষ্টি
আজ আমি প্রথমবার বানালাম করেলার বরফি। ঝুঁকি নিয়ে কাজ করার অবশ্যই একটা আলাদা মজা আছে। আজ আমি সেরকম ই বোধ করছি। ভয়ে ভয়ে সামান্য খেয়ে দেখলাম আর নিজে নিজেকেই ধন্যবাদ দিলাম। তোমরা ও আমাকে যা ইচ্ছা বলতে পারো কারন তেঁতো দিয়ে মিষ্টি বানানোর সাহস দেখাবার জন্য। অপেক্ষায় রইলাম তোমাদের মন্তব্যের।

করেলার বরফি (Karelar barfi recipe in Bengali)

#মিষ্টি
আজ আমি প্রথমবার বানালাম করেলার বরফি। ঝুঁকি নিয়ে কাজ করার অবশ্যই একটা আলাদা মজা আছে। আজ আমি সেরকম ই বোধ করছি। ভয়ে ভয়ে সামান্য খেয়ে দেখলাম আর নিজে নিজেকেই ধন্যবাদ দিলাম। তোমরা ও আমাকে যা ইচ্ছা বলতে পারো কারন তেঁতো দিয়ে মিষ্টি বানানোর সাহস দেখাবার জন্য। অপেক্ষায় রইলাম তোমাদের মন্তব্যের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
২ জন
  1. ৬ টি মাঝারি করেলা
  2. ১কাপ ঘন দুধ
  3. ৩ টেবিল চামচ চিনি
  4. ২-৩ টেবিল চামচ ঘি
  5. ১ছোটো টুকরো দারুচিনি
  6. ২ টি ছোটো এলাচ
  7. পরিমান মতো সাজাবার জন্য ড্রাই ফ্রুটস

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    করেলা খোসা ছাড়িয়ে ভিতরের বীজ ছাড়িয়ে নুন মাখিয়ে আধ ঘন্টা রাখতে হবে। আধ ঘন্টা পর চেপে চেপে করেলা থেকে জল বের করে দিয়ে একটি পাত্রে গরম জলে আবার নুন দিয়ে ফুটিয়ে নিতে হবে ৫ মিনিটের জন্য। সিদ্ধ করেলা ঠান্ডা জলে ৫/৬ বার ধুয়ে নিতে হবে যাতে করে তেঁতো না থাকে। করেলা সিদ্ধ মিক্সার এ পেস্ট করে নিতে হবে।

  2. 2

    ফ্রাইং প্যানে কিছুটা ঘি গরম করে দারুচিনি ও ছোটো এলাচ ফোড়ন দিয়ে করেলার পেষ্ট যোগ করে সমানে নাড়াতে হবে কম আঁচে। ৫/৬ মিনিট পর প্যান থেকে ঘি ছাড়বে আর করেলার পেষ্ট ফ্রাইং প্যানে মাঝখানে সবটা একজায়গায় হয়ে যাবে।

  3. 3

    এক কাপ ঘন দুধ যোগ করে করেলা পেস্টের সাথে মিশিয়ে আবার সমানে নাড়িয়ে যেতে হবে। শুকিয়ে আসলে চিনি মিশিয়ে আবার নাড়াতে হবে যতক্ষন না প্যান থেকে ঘি ছাড়ে আর করেলার পেষ্ট প্যানের মাঝখানে এক জায়গাতে হয়। গ্যাস বন্ধ করার আগে সামান্য ঘি ওপর থেকে দিতে হবে সুগন্ধির জন্য। একটি ট্রে তে ঘি লাগিয়ে জমতে দিতে হবে। অর্ধেক জমলে বরফির আকারে দাগ দিতে হবে নাহলে পরে শক্ত হয়ে গেলে আর আকার দেয়া সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে ড্রাই ফ্রুটস ইচ্ছা মত বসিয়ে দিতে হবে চেপে চেপে। তৈরি অভিনব করেলার বরফি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes