আম-মালাই স্যান্ডউইচ সন্দেশ (mango-malai sandwich sandesh recipe in bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#মিষ্টি রেসিপি
দুটি ট্রাডিশনাল সন্দেশের মাঝখানে ম্যাংগো ক্রিম দেয় একটা সুন্দর ফ্লেভার। তৈরিও হয় চটজলদি।

আম-মালাই স্যান্ডউইচ সন্দেশ (mango-malai sandwich sandesh recipe in bengali)

#মিষ্টি রেসিপি
দুটি ট্রাডিশনাল সন্দেশের মাঝখানে ম্যাংগো ক্রিম দেয় একটা সুন্দর ফ্লেভার। তৈরিও হয় চটজলদি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6 জন
  1. সন্দেশ
  2. 1 লিটারদুধের ছানা
  3. স্বাদ অনুযায়ীপাউডার চিনি
  4. 2-3 ফোঁটা গোলাপজল
  5. প্রয়োজন অনুযায়ীসন্দেশ মোল্ড (অপশনাল)
  6. ফিলিং
  7. 1টি আমের পাল্প
  8. স্বাদ অনুযায়ী আইসিং সুগার
  9. 1টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  10. 1 চা চামচমাখন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    ছানা হাত দিয়ে ভাল করে মেখে নিন। এবার একটি ফ্রাইং প্যান এ ছানা ও চিনি গরম করুন। ক্রমাগত নাড়তে থাকুন। চিনি গলে যাবে ও আস্তে আস্তে মিশ্রণটি শুকনো হতে থাকবে। যখন মিশ্রণটি প্যানের মাঝখানে দলা পাকিয়ে আসবে তখন নামিয়ে নিন। গোলাপজল মিশিয়ে দিন। 12 টি সমান ভাগে ভাগ করে নিন।

  2. 2

    এবার আমের পাল্প, মাখন ও আইসিং সুগার ফ্রাইং প্যানে গরম করুন। ক্রমাগত নাড়তে থাকুন। ঘন হলে নামিয়ে নিন।

  3. 3

    এবার সন্দেশ মোল্ড এ ও নিজের হাতে একটু তেল মাখিয়ে নিন। ছানার একেকটি ভাগ হাতে নিয়ে মোল্ড এ চেপে পছন্দমত আকার দিন। হাতে করেও নিজের পছন্দমতো আকার দিতে পারেন। একটি সন্দেশ এর উপর ম্যাংগো ক্রিম দিয়ে ওপরে আরেকটি সন্দেশ দিয়ে স্যান্ডউইচ রেডি করুন।

  4. 4

    এইভাবে বাকি সন্দেশের স্যান্ডউইচ তৈরি করুন। এনজয় করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes