ছোলার ডাল কুমড়ো দিয়ে ধোঁকার ডালনা(cholar dal kumro diye dhokar dalna recipe in Bengal)

Rakhi Roy
Rakhi Roy @cook_18785631

ছোলার ডাল কুমড়ো দিয়ে ধোঁকার ডালনা(cholar dal kumro diye dhokar dalna recipe in Bengal)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25মিনিট
5জন
  1. 400 গ্রামকুমড়ো
  2. 2টো মাঝারি মাপের আলু
  3. 1বড়ো কাপ ছোলার ডাল ভেজানো
  4. 1 টাটমেটো
  5. 1 চা চামচআদা বাটা
  6. 6 টাকাঁচালঙ্কা
  7. 1/2 কাপনারকেল কোৱা
  8. 1টেবিল চামচ গরম মসলা গুঁড়ো
  9. 1 চিমটিহিং
  10. 1টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  11. 1.5টেবিল চামচ জিরে গুঁড়ো
  12. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  13. 3 টে শুকনো লঙ্কা
  14. 3 টেতেজপাতা
  15. 1 চা চামচকালজিরে
  16. প্রয়োজন অনুযায়ী গোটা গরম মসলা
  17. 1টেবিল চামচ গোটা জিরে
  18. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল
  19. স্বাদ মতনুন মিষ্টি

রান্নার নির্দেশ সমূহ

25মিনিট
  1. 1

    আলু কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিতে হবে।মিক্সিতে ভিজিয়ে নেওয়া ছোলার ডাল, আদা,কাঁচালঙ্কা ও নুন দিয়ে মিহি করে বেটে নিতে হবে।টমেটো ও আদা ও বেটে নিতে হবে।

  2. 2

    এবার উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে তেল গরম হলে তাতে কালোজিরা ও একচিমটি হিং দিয়ে কুমড়ো গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে 2কাপ জল দিয়ে চাপা দিতে হবে যতক্ষন না কুমড়ো টা সিদ্ধ হয়।কিছু সময় পর ঢাকা খুলে দেখে নিতে হবে কুমড়ো টা সিদ্ধ হলো কিনা।সিদ্ধ হয়ে গেলে একটা হাতা দিয়ে ভালো করে কুমড়ো গুলোকে ম্যাশ করে নিয়ে বেটে রাখা ছোলার ডাল টা দিয়ে তাতে চিনি লঙ্কাগুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে।

  3. 3

    মিশ্রণ টা শুকিয়ে এলে একটা তেল মাখানো পাত্রে ঢেলে নিয়ে গরমাগরম বরফির আকারে কেটে নিয়ে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দিতে হবে।

  4. 4

    বরফি গুলো ঠান্ডা হয়ে আসলে কড়াই এ তেল চাপিয়ে গরম হলে ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    এবার বড়া গুলো সব ভাজা হয়ে গেলে ওই তেল এই আলু গুলো ভেজে নিতে হবে।আলু ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে ।এবার ওই তেল এ গোটা গরম্ মসলা শুকনো লঙ্কা,গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নারকোল কোরা আলু ও সমস্ত মসলা নুন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে যতক্ষন না আলু গুলো সিদ্ধ হয়।

  6. 6

    আলু সিদ্ধহয়ে আসলে ধোঁকা গুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মসলা গুঁড়ো ঘি নুন মিষ্টি কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে ছোলার ডাল কুমড়ো দিয়ে ধোঁকার ডালনা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rakhi Roy
Rakhi Roy @cook_18785631

Similar Recipes