ছোলার ডাল দিয়ে  ধোঁকার ডালনা।

Ruby Dey
Ruby Dey @cook_16881440

ছোলার ডাল দিয়ে  ধোঁকার ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 চা চামচ গোটা জিরে
  2. 1চা চামচ গোটা মৌরি
  3. 2 কাপছোলার ডাল
  4. 2 কাপসর্ষের তেল
  5. 1 টা আলু
  6. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  7. 1 চা চামচ জিরে গুঁড়ো
  8. 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. 2 চা চামচ ধনে গুঁড়ো
  10. 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. 1 চা চামচ ঘি
  12. 1চা চামচ আদা বাটা
  13. স্বাদমতোলবণ
  14. প্রয়োজন মতোচিনি /গুড়
  15. 1 টা তেজপাতা
  16. 1 টি শুকনো লঙ্কা গোটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডাল ধুয়ে 7/8ঘটা ভিজিয়ে নিতে হবে।

  2. 2

    আলু ডুমো করে কেটে নিতে হবে। এবং ভালো করে ধুয়ে জলে রাখতে হবে।

  3. 3

    ডাল ভাল করে বেটে নিতে হবে। কড়াতে 4 চামচ তেল দিয়ে ঐ বাটা ডাল ভাল করে একটু লবণ ও মৌরী দিয়ে নাড়িয়ে বড়ো একটা থালায় একটু ঘি মাখিয়ে তাতে সমান ভাবে ছড়িয়ে দিতে হবে।

  4. 4

    একটু ঠান্ডা হয়ে গেলে চৌকো করে ছুরি দিয়ে টুকরো করে নিতে হবে।

  5. 5

    কড়াতে তেল গরম করে তার মধ্যে লাল করে ধোঁকা গুলো ভেজে নিতে হবে।

  6. 6

    ঐ তেলে ই তেজপাতা শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে সব মশলা দিয়ে কষতে হবে পরে জল দিয়ে একটু লবণ দিতে হবে।

  7. 7

    আলু সিদ্ধ করার জন্য কড়াতে প্রয়োজন মতো জল দিয়ে ঢেকে রাখতে হবে।

  8. 8

    ঢাকা ততক্ষণ রাখতে হবে যতক্ষন আলু সিদ্ধ না হয়। আলু সিদ্ধ হলে ঢাকা সরিয়ে নিতে হবে এবং গরম মসলা ও চিনি দিয়ে নাড়িয়ে ধোঁকা গুলো উপর থেকে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। এবার একটু ঘি উপর থেকে ছড়িয়ে দিতে হবে।

  9. 9

    তৈরী হয়ে গেল ধোঁকার ডালনা। ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruby Dey
Ruby Dey @cook_16881440

মন্তব্যগুলি

Similar Recipes