ভেজিটেবল চপ (Vegetable Chop recipe in Bengali)

Debanjana Ghosh
Debanjana Ghosh @deba_14
Salkia, Howrah

#উইন্টারস্ন্যাক্স
শীতকালের তাজা সব্জি উঠলেই সবার আগে বীট গাজরের কথাই মনে পরে। বীট গাজর অনেকেরই পছন্দের নয়ে অথচ খাওয়া অত্যন্ত পুষ্টিকর। তাই আজ বীট গাজরের সংমিশ্রণে বানিয়ে ফেললাম ভেজিটেবল চপ যা চায়ের আসরে স্ন্যাক্স হিসেবে মাতিয়ে দেবে।

ভেজিটেবল চপ (Vegetable Chop recipe in Bengali)

#উইন্টারস্ন্যাক্স
শীতকালের তাজা সব্জি উঠলেই সবার আগে বীট গাজরের কথাই মনে পরে। বীট গাজর অনেকেরই পছন্দের নয়ে অথচ খাওয়া অত্যন্ত পুষ্টিকর। তাই আজ বীট গাজরের সংমিশ্রণে বানিয়ে ফেললাম ভেজিটেবল চপ যা চায়ের আসরে স্ন্যাক্স হিসেবে মাতিয়ে দেবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১ টাবীট
  2. ১ টামাঝারি সাইজের আলু
  3. ১ টা বড় গাজর
  4. ১ চা চামচ আদা কুঁচি
  5. ১ টালঙ্কা কুঁচি
  6. ১ মুঠো বাদাম ভাজা
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ১/২ চা চামচচিনি
  9. ১ চা চামচগরম মশলা
  10. ২ চা চামচ ভাজা মশলা
  11. ১ কাপ ধনে পাতা কুঁচি
  12. ১ চা চামচকর্নফ্লাওয়ার
  13. ১/২ চা চামচগোল মরিচ গুঁড়া
  14. পরিমাণ মত ব্রেড ক্রাম্ব

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সব সব্জি সেদ্ধ করে চটকে নিয়েছি।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে অল্প হিং, কালো জিরে ও আদা কুঁচি মিশিয়ে নিয়েছি। পুর টা দিয়ে একটু ভেজে নিয়ে ভাজা বাদাম মিশিয়ে নিয়েছি।

  3. 3

    এবার নুন, মিষ্টি, গরম মশলা গুঁড়ো ও ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে ভালো ভাবে নেড়ে নিয়েছি। এবার ধনে পাতা কুঁচি মিশিয়ে নামিয়ে নিয়েছি।

  4. 4

    এবার একটি পাত্রে নুন, গোল মরিচ গুঁড়া ও কর্নফ্লাওয়ার কে অল্প জলে গুলে নিয়েছি।

  5. 5

    চপ গুলো গড়ে নিয়ে কর্নফ্লাওয়ার গোলা তে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো ভাবে দুবার কোট করে নিয়ে ডুবো তেল ভেজে নিয়েছি। শেষে পরিবেশণ করার আগে অল্প বিটনুন ছড়িয়ে ও ধনে পাতা দিয়ে গর্নিশ করে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debanjana Ghosh
Salkia, Howrah

Similar Recipes