ছোলার ডাল (cholar dal recipe in Bengali)

Nanda Dey
Nanda Dey @cook_25252310

ছোলার ডাল (cholar dal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম ছোলার ডাল আগের রাতে ভেজানো
  2. ২ টো তেজপাতা
  3. ২ টো শুকনো লঙ্কা
  4. ২ টেবিল চামচ ঘি
  5. ১ চা চামচ গোটা জিরে
  6. ১ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১চা চামচ ধনে গুঁড়ো
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ২ চা চামচ আদা বাটা
  10. ১ চিমটে হিং
  11. আন্দাজ মতো নুন , হলুদ
  12. ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
  13. ১ টি কাঁচালঙ্কা কুঁচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ছোলার ডাল নববর্ষের একটি উপাদেয় খাবার। আমরা ১ লা বৈশাখে এই ডাল খেতে খুব পছন্দ করি।

  2. 2

    আগের রাতে ভেজানো ডাল প্রেসার কুকারে ৪টে সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম।জল আন্দাজ মতো দিতে হবে।

  3. 3

    সেদ্ধ ডালে, নুন, হলুদ,জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। এরপর কড়াতে ঘি গরম করলাম।

  4. 4

    তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, হিঙ, কাঁচালঙ্কা কুঁচি ফুড়নে দিলাম, গন্ধ বের হলে ডাল ঢেলে দিলাম, কিছুক্ষণ ফোটালাম।

  5. 5

    গরম মসলা, মিস্টি দিয়ে নামিয়ে নিলাম। গরম ভাত বা পোলাও এর সাথে খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nanda Dey
Nanda Dey @cook_25252310

Similar Recipes