চাল পটল(chaal patol recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25299320

#ebook2
#নববর্ষ স্পেশাল।
খেতে খুব সুস্বাদু ও সহজ পদ্ধতি ।বাড়িতে অতিথি এলে খুব কম সময়ে পছন্দের খাবার তৈরি।

চাল পটল(chaal patol recipe in Bengali)

#ebook2
#নববর্ষ স্পেশাল।
খেতে খুব সুস্বাদু ও সহজ পদ্ধতি ।বাড়িতে অতিথি এলে খুব কম সময়ে পছন্দের খাবার তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
5 জনের জন্য
  1. ২টো এলাচ
  2. ১ টা দারচিনি
  3. ২টি লবঙ্গ
  4. ২টি তেজপাতা
  5. ২টিদু শুকনো লঙ্কা
  6. ১/২ চা চামচ গোটা জিরে
  7. ৫০ গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে শুকিয়ে নেওয়া
  8. ৫০০ গ্রামপটল একটু খোসা রেখে টুকরো করে কাটা
  9. ৫০ গ্রামটমেটো
  10. ১ চা চামচ আদা বাটা
  11. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ ধনে গুঁড়ো
  13. ২ চা চামচ জিরে গুঁড়ো
  14. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  15. ৪টে কাঁচা লঙ্কা
  16. ১/২ চা চামচ গরম মসলা
  17. ১/২চা চামচ ঘি
  18. ১২টা কাজু
  19. ১২ টা কিসমিস
  20. ২৫০ গ্রাম আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কাটা
  21. 40 গ্রাম সর্ষের তেল
  22. 10 গ্রামসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    10 গ্রাম সাদা তেল গরম করে তাতে কাজু আর কিশমিশ দিয়ে কুড়ি সেকেন্ড কম আঁচে ভাজতে হবে।

  2. 2

    এরমধ্যে চালটা দিয়ে 1 মিনিট ভেজে পুরোটা তুলে নিতে হবে।

  3. 3

    35 গ্রাম সরষের তেল গরম করে তাতে পটল,2 গ্রাম নুন দিয়ে 6 মিনিট বাদামি করে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    এরপর পাঁচগ্রাম আরো তেল গরম করে তাতে শুকনো লঙ্কা,এলাচ,দারচিনি,লবঙ্গ,তেজপাতা একটু ভেজে আলু দিয়ে 4 মিনিট ভাজতে হবে ।তার মধ্যে আদা,হলুদ,জিরে,ধনে আর লঙ্কার পেস্ট বানিয়ে দিতে হবে । 4 মিনিট ঢাকা দিয়ে কষাতে হবে,যতক্ষণ না মসলা থেকে তেল ছাড়ে ।10 গ্রাম নুন ও কুড়িগ্রাম চিনি এরপর মেশাতে হবে॥

  5. 5

    তারপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দু'মিনিট টমেটো নরম হওয়া অব্দি নাড়তে হবে।

  6. 6

    এবার কাজু ও কিশমিশ এর সাথে ভাজা চালটা দিতে হবে ।পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ।তাতে চাল ৮০% সিদ্ধ হয়ে যাবে ।হাফ কাঁপের ও কম জল মেশাতে হবে।

  7. 7

    এবার ভাজা পটল মেশাতে হবে ।চার মিনিট ঢাকা দিয়ে,মাঝারি আঁচে রাধতে হবে ।খুব আলগাভাবে নাড়তে হবে ।অল্প গরম জল দিয়ে,ঢাকা দিয়ে।

  8. 8

    সবশেষে ঘি আর গরম মসলা দিয়ে নেড়ে গা-মাখা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25299320

Similar Recipes