চাল পটল (Chal Potol recipe in bengali)

Debanjana Ghosh
Debanjana Ghosh @deba_14
Salkia, Howrah

#দৈনন্দিন রেসিপি
খেতে এতটাই সুস্বাদু ও রান্না করা এতটাই সহজ যে ভাত ছাড়াও শুধু চাল পটল খেয়েই পেট ভরিয়ে ফেলা সম্ভব।

চাল পটল (Chal Potol recipe in bengali)

#দৈনন্দিন রেসিপি
খেতে এতটাই সুস্বাদু ও রান্না করা এতটাই সহজ যে ভাত ছাড়াও শুধু চাল পটল খেয়েই পেট ভরিয়ে ফেলা সম্ভব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ১ কাপ গবিন্দভোগ চাল
  2. ৫-৬ টা পটল
  3. ২-৩ টে আলু
  4. ১টা তেজ পাতা
  5. ৪-৫ টি লবঙ্গ
  6. ৪-৫ টা গোল মরিচ
  7. ২ টোএলাচ
  8. 1 টুকরোদারচিনি
  9. ২ টো শুকনো লঙ্কা
  10. ১ চা চামচ হলুদ গুঁড়া
  11. ১চা চামচ জিরে গুঁড়ো
  12. ১ চা চামচ ধনে গুঁড়া
  13. ১ চা চামচভাজা মশলা গুঁড়া
  14. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  15. ২ টোকাঁচা লঙ্কা
  16. ১ টা টমেটো
  17. ১০-১২ টা কাজু কিশমিশ
  18. ৪-৫ টা কাঠবাদাম
  19. ১ চা চামচ চিনি
  20. ২ চা চামচ তেল
  21. ২ চা চামচ ঘি
  22. ১ চা চামচগরম মশলা গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার কড়াইতে এক চামচ ঘি দিয়ে কাজু, মুনাক্কা ও কাঠবাদাম ভেজে তাতে চাল দিয়ে এক চামচ হলুদ গুঁড়া মিশিয়ে ভেজে নিন। আপনি মুনাক্কার বদলে কিশমিশ দিতে পারেন আমার কাছে ছিলো তাই দিলাম। কাঠবাদাম চাইলে বাদ দিতে পারেন।

  2. 2

    এবার এক চামচ তেলে কেটে রাখা পটল গুলো অল্প নুন দিয়ে ভেজে তুলে রাখুন।

  3. 3

    কড়াইতে তেল দিয়ে গোটা গরম মসলা, টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে তাতে কেটে রাখা আলু ও কাঁচা লঙ্কা মিশিয়ে স্বাদ মতন নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়া, এক চামচ ভাজা মশলা, লঙ্কা গুঁড়ো মিশিয়ে কষিয়ে নিন।

  4. 4

    ২-৩ মিনিট পর ভেজে রাখা চালে স্বাদ অনুযায়ী নুন ও এক চামচ চিনি মিশিয়ে নিন।

  5. 5

    এবার আলুর মধ্যে চাল কাজু, কাঠবাদাম, কিশমিশ বা মুনাক্কা দিয়ে নেড়ে নিন। পরিমাণ মতন জল দিয়ে রান্না হতে দিন।

  6. 6

    জল টা টেনে এলে আর চাল আলু ৭০% সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা পটল টা দিয়ে দিন। আর একটু জল মিশিয়ে ভালো ভাবে রান্না করে নিন।

  7. 7

    শেষে এক চামচ গরম মশলা গুঁড়া ও এক চামচ ঘি মিশিয়ে নামিয়ে নিন। গরম ভাতে পরিবেশণ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debanjana Ghosh
Salkia, Howrah

Similar Recipes