শাহী মুর্গ মোসাল্লাম     (Shahi murgh musallam recipe in Bengali)          

Nita Mukherjee
Nita Mukherjee @cook_24189923

#ebook2 নববর্ষের রেসিপি
মশলা স্টাফিং গোটা মুরগির রোস্ট গ্ৰেভীতে বানানো।

শাহী মুর্গ মোসাল্লাম     (Shahi murgh musallam recipe in Bengali)          

#ebook2 নববর্ষের রেসিপি
মশলা স্টাফিং গোটা মুরগির রোস্ট গ্ৰেভীতে বানানো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৭০ মি:
6জন
  1. ২কিলো গোটা মুরগি
  2. মশলার জন্য
  3. ১চা চামচগোটা জিরে
  4. ২চা চামচগোটা ধনে
  5. ১ টি বড় এলাচ
  6. ৪টিছোট এলাচ
  7. ১টিতেজ পাতা
  8. ১/২চা চামচগোল মরিচ
  9. ১টিদারচিনি
  10. ১/২চা চামচজয়িত্রী (শুকনো রোস্টেড করে গুঁড়ো করতে হবে
  11. চিকেন ম্যারিনেট করার জন্য
  12. ১০০গ্ৰাম টক দই
  13. ২টেবিল চামচকাঁচা লঙ্কা বাটা
  14. ১টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  15. ১চা চামচ রেড ফুড কালার
  16. ১/২চা চামচনুন
  17. ১চা চামচচাট মশলা
  18. ২টি ডিম সিদ্ধ করা
  19. ২০০ গ্ৰাম চিকেন কিমা
  20. ২টি বড় পিঁয়াজের বেরেস্তা
  21. ১ কাপ কাজুবাদাম, কিসমিস, আমান্ড তেলে ফ্রাই করা
  22. গ্ৰেভীর জন্য
  23. ২টেবিল চামচআদা ও রসুন বাটা
  24. ১কাপ টমেটো পিউরি
  25. ১/২ কাপটক দই
  26. ১/২ চা চামচশাহী গরম মশলা গুঁড়ো
  27. ১টেবিল চামচ+ ১/২কাপসরষের তেল
  28. ২চা চামচচিনি
  29. পরিমাণ মতনুন
  30. ১চা চামচহলুদ গুঁড়ো
  31. ১কাপগরম জল

রান্নার নির্দেশ সমূহ

৭০ মি:
  1. 1

    আস্ত মুরগির নিচের দিকে চিরে পেটের ভেতর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ছুরি দিয়ে চিকেনের সারা গায়ে চিরে নিতে হবে,মেরিনেসানের সমস্ত উপকরণ দিয়ে চিকেনের ভিতর ও বাহিরের অংশ ম্যারিনেট করে সারা রাত রেখে দিতে হবে।

  2. 2

    একটি কড়াই তে ১টেবিল চামচ সরষের তেল দিয়ে ২টেবিল চামচ এক সাথে বেটে রাখা আদা, রসুন, পিঁয়াজ বাটা দিয়ে ভেজে চিকেন কিমা,নুন, চিনি, নুন,হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রোস্টেড পাউডার দিয়ে কিছুক্ষণ কষিয়ে চাপা দিয়ে রাখলেই স্টাফিং রেডি। আগে থেকে সিদ্ধ করা ডিম গুলি এর সাথে নাড়াচাড়া করে নিতে হবে সামান্য।

  3. 3

    ম্যারিনেট করা গোটা মুরগির পেটের মধ্যে ভেজে রাখা হাফ বাদাম, কিসমিস, ডিম ও কিমাফ্রাই স্টাফিং করে পা দুটি সুতা দিয়ে বেধে দুই দিক ১৫মি ও ১৫মি এই ভাবে গ্ৰিল করতে হবে।

  4. 4

    এবার একটি মিক্সার জার এ রোস্টেড পাউডার, ভেজে রাখা বাদাম ও কিসমিস, বেরেস্তা সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে।

  5. 5

    কড়াই তে ১/২কাপ সরষের তেল দিয়ে আদা রসুন বাটা, টমেটো পিউরি, বানিয়ে রাখা মশলার পেস্ট, টক দই, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, নুন,চিনি সামান্য দিয়ে কম আঁচে কষতে হবে। প্রয়োজন হলে কষানোর সময় সামান্য গরম জল ব্যবহার করা যেতে পারে। গ্ৰেভী রেডি হয়ে গেলে গ্ৰিল করা মুরগির দিয়ে কষতে হবে। ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে হবে ১০মি: । এতে গ্ৰেভীর ফ্লেভারটা চিকেন সোক করে নেয় এবং সফট হয়।

  6. 6

    ইচ্ছে মত সাজিয়ে উৎসবের দিনে বিরিয়ানি, নান বা পোলাও এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nita Mukherjee
Nita Mukherjee @cook_24189923

Similar Recipes