গোটা চিকেন রোস্ট (gota chicken recipe in Bengali)

Suparna Chakraborty Ganguly
Suparna Chakraborty Ganguly @cook_25470811
kalibazar Khelar Matth, Dighapara,p.o- Barajagulia, Dist- Nadia,pin-741221,WB


#চিকেন
#রন্ধনেবাঙালি

গোটা চিকেন রোস্ট (gota chicken recipe in Bengali)


#চিকেন
#রন্ধনেবাঙালি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫৫-৬০ মিনিট
৬ জন
  1. ১ কেজি একটা পুরো চিকেন পরিস্কার করা
  2. পরিমান মতো অ্যাপেল সাইডার ভিনিগার
  3. পরিমান মতো রেড ওয়াইন ভিনিগার
  4. প্রয়োজন অনুযায়ী অলিভ তেল
  5. স্বাদমতোলবণ
  6. ১ টেবিল চামচ চিলিফ্লেক্স
  7. ১ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ২ চা চামচ ধনের গুঁড়ো
  10. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  11. ২ টেবিল চামচ রসুনবাটা
  12. ২ টেবিল চামচ কাচালঙ্কা বাটা
  13. ১ টি পাতি লেবুর রস
  14. ২ কাপ মাখন
  15. ৪ টে গাজর ছোটো করে কাটা ও কিছু পাতলা করে কাটা
  16. ৪ টে মাঝারি আলু পাতলা করে কাটা
  17. ২ টো পেঁয়াজ ছোটো করে কাটা
  18. ২ টো টমেটো ছোট করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

৫৫-৬০ মিনিট
  1. 1

    পরিস্কার করে চিকেনটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।

  2. 2

    একটা বাটিতে অ্যাপেল সাইডার ভিনিগার,রেড ওয়াইন ভিনিগার, লবণ, হলুদ গুড়ো, ধনেরগুড়ো, লঙ্কারগুড়ো, রসুনবাটা,কাঁচালঙ্কা বাটা, পাতি লেবুর রস, মাখন একসাথে মিশিয়ে একটা পেস্ট করে নিতে হবে।

  3. 3

    প্রথমে চিকেন টাকে ছুরি দিয়ে একটু একটু করে চিরে নিতে হবে, তারপর পেস্ট এর ৩ ভাগের ২ ভাগ দিয়ে চিকেন টাকে ভালো করে মাসাজ করে মাখাতে হবে। এবং ৮ ঘন্টা সময় ম্যারিনেট করে ফ্রিজে রাখতে হবে।

  4. 4

    পেস্ট এর ৩ ভাগের ২ ভাগ দিয়ে চিকেন টাকে ভালো করে মাসাজ করে মাখাতে হবে। এবং ৮ ঘন্টা সময় ম্যারিনেট করে ফ্রিজে রাখতে হবে।

  5. 5

    আর বাকি ভাগ পেস্ট দিয়ে সবজি গুলোতে(গাজর,আলু,পিঁয়াজ,টমেটো) মাখিয়ে নিতে হবে।

  6. 6

    চিকেন টাকে ৮ ঘন্টা পরে বের করে ১ ঘন্টা বাইরে রেখে দিতে হবে।

  7. 7

    চিকেনএর পেটের ভিতর ছোটো করে কাটা সবজি গুলো (গাজর, আলু, পিঁয়াজ,টমেটো) ঢুকিয়ে দিতে হবে। টুথপিন দিয়ে সেলাই করে দিতে হবে।

  8. 8

    বেকিং ট্রেতে তেল ব্রাশ করে পাতলা করে কাটা আলু ও গাজর সমান ভাবে সাজিয়ে দিতে হবে। তার উপর আবার তেল ব্রাশ করে চিকেন টাকে বসিয়ে তার উপর দিয়ে আবার তেল ব্রাশ করে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো, চিলিফ্লেক্স উপর দিয়ে ছরিয়ে দিতে হবে।

  9. 9

    ওভেন টাকে প্রি-হিট করে নিতে হবে দশ মিনিট এর জন্য তারপর কনভেকশন মোডে ২০০ ডিগ্রি টেম্পারেচার এ ৫৫ মিনিট এর জন্য বেক করতে হবে।

  10. 10

    তারপর নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Chakraborty Ganguly
kalibazar Khelar Matth, Dighapara,p.o- Barajagulia, Dist- Nadia,pin-741221,WB
I love cooking.... ❤❤❤❤❤
আরও পড়ুন

Similar Recipes