আলু পটল দিয়ে চিংড়ি (Alu potol diye Chingri mach recipe in Bengali)

Sampa Basak
Sampa Basak @cook_23863697_
Jalpaiguri, India

#Bengalirecipe
#Antara
#মাছের মধ্যে চিংড়ি মাছ সবাই আমরা কম -বেশি পছন্দ করে থাকি।তবে আলু ও পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে চিংড়ি মাছের স্বাদ অনেকটা বেরে যায়।

আলু পটল দিয়ে চিংড়ি (Alu potol diye Chingri mach recipe in Bengali)

#Bengalirecipe
#Antara
#মাছের মধ্যে চিংড়ি মাছ সবাই আমরা কম -বেশি পছন্দ করে থাকি।তবে আলু ও পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে চিংড়ি মাছের স্বাদ অনেকটা বেরে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪জনের জন্য
  1. ২৫০ গ্রাম চিংড়ি মাছ
  2. ২টি আলু
  3. ৪টি পটল
  4. প্রয়োজন মতো তেল
  5. স্বাদ অনুযায়ীলবণ
  6. ১ চা চামচ হলুদ
  7. ১টি তেজপাতা
  8. ১টি শুঁকনো লঙ্কা
  9. ১ চা চামচ সাদা জিরে
  10. ৪টি কাঁচা লঙ্কা
  11. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ১চা চামচ জিরে গুঁড়ো
  13. ১চা চামচ চিনি
  14. ১ চা চামচ গরম মসলা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলকে ভেজে উঠিয়ে রাখতে হবে। এরপর তেজপাতা,শুকনো লঙ্কা ও সাদা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু ও পটল গুলো দিয়ে একটু ভেজে নিতে হবে।

  2. 2

    এরপরে মসলা গুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। তার পরে কিছুটা জল দিয়ে ঢেকে দিতে হবে। এরপর ঢাকনা উঠিয়ে মাছগুলোকে দিয়ে অল্প আঁচে রান্না টা করতে হবে।

  3. 3

    এরপরে অল্প গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে আলু-পটল দিয়ে চিংড়ি মাছ। এইভাবে আমরা বানিয়ে ফেলতে পারি পটল চিংড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Basak
Sampa Basak @cook_23863697_
Jalpaiguri, India
cooking is my love and passion
আরও পড়ুন

Similar Recipes