চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)

Shahin Akhtar
Shahin Akhtar @cook_22361236
Kolkata Rajarhat

#ebook2
উৎসবের আয়োজনে চিকেন বিরিয়ানি।সকলের পছন্দের খাবারের মধ্যে একটা,তাই আজকে আমি নববর্ষের রেসিপিতে পোস্ট করলাম খুবি সহজ পদ্ধতি তে।

চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)

#ebook2
উৎসবের আয়োজনে চিকেন বিরিয়ানি।সকলের পছন্দের খাবারের মধ্যে একটা,তাই আজকে আমি নববর্ষের রেসিপিতে পোস্ট করলাম খুবি সহজ পদ্ধতি তে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০ মিনিট
৪জনের মতো
  1. ৫০০গ্রামমুরগির মাংস
  2. ৫০০গ্রামবাসমতি চাল
  3. ১০০গ্রামসাদা তেল
  4. ৪০০গ্রামআলু
  5. ৬চা চামচঘি
  6. ২টো পেঁয়াজ কাটা
  7. ১টা পেঁয়াজ কেটে ভাজা
  8. ২চা চামচআদা+রসুন বাটা
  9. ৪টেলাল লঙ্কা
  10. ৪টেতেজপাতা
  11. ১০০গ্রামগোটা গরম মশালা
  12. ২চা চামচ জিরে গুঁড়ো
  13. ৩ চা চামচগোল মরিচের গুঁড়ো
  14. ১চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  15. ১/২কাপটকদই
  16. ১/২কাপপাতি লেবুর রস
  17. ৪চা চামচবিরিয়ানি মশালা
  18. ২ চা চামচগরম মশালা গুঁড়ো
  19. প্রয়োজন অনুযায়ীগোলাপ জল
  20. পরিমান মতোজররান
  21. ২০-২৫ টাকাজু+ কিসমিস
  22. ২চা চামচপোস্ত বাটা
  23. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

৬০ মিনিট
  1. 1

    চাল ধুয়ে জল ঝরিয়ে নুন ও লেবুর রস মাখিয়ে রাখতে হবে দশ মিনিট

  2. 2

    মুরগির মাংস ধুয়ে জল ঝরিয়ে আদা,রসিন বাটা,নুন,জিরে গুড়ো,গোলমরিচ গুড়ো,লাল লঙ্কা গুড়ো টকদই, বিরওয়ানি মশালা গুড়ো মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট মতো

  3. 3

    আলুর খোসা ছাড়িয়ে বড়ো টুকর করেকেটে ধুয়ে সিদ্ধ করতে হবে জাফরংও নুন দিয়ে। সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ছাকা তেলে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    হাড়িতে জল দিয়ে তাতে তেজপাতা,গোটা গরমমশালা,নুন দিয়ে ফুটাতে হবে।যখন জলের রঙ লাল মতো হবে তখন ধুয়ে রাখা চাল দিয়ে একবার ফুটিয়ে নামিয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  5. 5

    কড়াতে তেল ও ঘি দিয়ে দিতে হবে।তেল গরম হলে গোটা গরমমশালা ও তেজ পাতা ফোড়ন দিয়ে মাংস ভেজে তুলে নিতে হবে।এই তেলেই পিয়াজ লাল করে ভাজা মাংস দিয়ে ধিমে আঁচে রান্না করতে হবে।মাংস আধসিদ্ধ হলে পোস্ত বাটা দিয়ে কষে অল্প জল দিয়ে রান্না করে নিতে হবে।

  6. 6

    এবার একটা চওড়া মুখ ওয়ালা বড়ো হাড়িতে ঘি দিয়ে আধসিদ্ধ ভাত দিয়ে তার উপরে মাংস রান্না আাবারো ভাতএকটু বিরিয়ানি মশালা গুড়ো ছড়িয়ে দিয়ে তাতে ভেজেরাখা আলু,কাজু,কিসমিস দিয়ে আাবারো ভাত দিয়ে উপর থেকে বিরিয়ানি মশালা গুড়ো দিয়ে,দুধে গোলা,ভাজা পিয়াজ, জাফরং,ঘি,গোলাপ জল ছড়িয়ে ঢাকা বন্ধ করে গ্যাসের উপরে চাটু বসিয়ে তার উপরে হাড়ি বসিয়ে প্রথমে জোরে ২ মিনিট পরে ধিমে আঁচে রান্না করতে হবে পুরো দমে আসা পযন্ত, ২০মিনিট মতো।

  7. 7

    দম থেকে বার করে গরমা গরম বিরিয়ানি পরিবেশন করুন সালাদ ও বোরহানির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shahin Akhtar
Shahin Akhtar @cook_22361236
Kolkata Rajarhat

Similar Recipes