কাশ্মীরি আলুর দম (kashmiri aloor dum recipe in Bengali)

Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

কাশ্মীরি আলুর দম (kashmiri aloor dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জনের জন্য
  1. 8 টিমাঝারির থেকে একটু ছোট আলু
  2. 1টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি
  3. 1টি বড়ো মাপের পেঁয়াজ বাটা
  4. 1 চামচরসুন বাটা
  5. 1 চামচআদা বাটা
  6. 2টি তেজপাতা
  7. 2টি শুকনো লঙ্কা
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1 চা চামচজিরা গুঁড়ো
  10. 1 চা চামচধনে গুঁড়ো
  11. 1 চা চামচকাশ্মিরি লঙ্কার গুঁড়ো
  12. 1/2 চা চামচশুকনো লঙ্কার গুঁড়ো
  13. 1/2 চা চামচগরম মসলা
  14. 2টেবিল চামচ টক দই
  15. 1টি বড়ো মাপের টমাটো বাটা
  16. 1/2 চামচচিনি
  17. 4-5টি কাঁচা লঙ্কা
  18. 1 চা চামচকসুরি মেথি
  19. স্বাদমতো নুন,
  20. পরিমান মত সরিষার তেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে আলু গুলো ছুলে ছুরি দিয়ে একটু কেটে দিতে হবে, ভালো করে ধুয়ে একটু নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে কম আঁচে ভেঁজে নিতে হবে।

  2. 2

    এবারে কড়াইতে ওই তেলে আরো একটু তেল দিয়ে তেজ পাতা আর শুকনো লঙ্কা ফোরণ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সোনালিরং আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবারে একে একে বেটে রাখা সব দিতে হবে আর কষাতে হবে। কষানো হলে একটু জল দিয়ে তাতে সব শুকনো মশলা, ফেটানো টক দই আর পরিমান মত নুন দিতে হবে গরম মসলা ছাড়া। ভালো করে কষিয়ে আগে থেকে ভেঁজে রাখা আলু দিয়ে আরো একটু কষিয়ে পরিমান মত জল দিয়ে ঢাকা দিতে হবে 5/7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে।

  3. 3

    এবারে ঢাকা খুলে একটু নেড়ে গরম মসলা দিয়ে আরো 3/4 মিনিট রান্না করতে হবে ঢাকা দিয়ে, এবারে নুন মিষ্টি দেখে 2/3টি কাঁচা লঙ্কা কুচি আর কসুরী মেথি দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। 2/3 মিনিট পর নামিয়ে নিলেই তৈরি "কাশ্মীরি আলুর দম"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

Similar Recipes