চিকেন তেহেরি (chicken tehaeri recipe in Bengali)

Rama Das Karar
Rama Das Karar @hata_khunti_
Kolkata
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৩ জন
  1. মাংসের জন্য
  2. ৩০০ গ্রাম মুরগির মাংস ছোট করে কাটা
  3. ১ টেবিল চামচ ঘি
  4. ৩-৪ টেবিল চামচ সাদা তেল / সরিষার তেল
  5. ২ টো লবঙ্গ
  6. ২ টো এলাচ
  7. ১ টা দারচিনি টুকরো
  8. ১ টা তেজপাতা
  9. ২ টি কাটা পেঁয়াজ
  10. ৩ চা চামচ আদা রসুনবাটা
  11. ১.৫ চা চামচ লঙ্কাগুঁড়া
  12. ১ চা চামচ ধনিয়া গুঁড়ো
  13. ১ টেবিল চামচ সাজিরা গুঁড়ো
  14. ১/৪ কাপ দই
  15. পরিমাণ মতভাজা পেঁয়াজ
  16. ১ চা চামচ মরিচ কুচি
  17. ১ চা চামচ গরম মশলা
  18. ভাতের জন্য
  19. ২.৫ কাপ বাসমতী চাল
  20. ৪.৫ কাপ জল
  21. ১/২ (০.৫)কাপ দুধ
  22. ১ চা চামচ সাজিরা
  23. প্রয়োজন অনুযায়ী তেল
  24. প্রয়োজন অনুযায়ী গোটা গরমমশলা
  25. ১ চা চামচ মচ আদা রসুনের পেস্ট
  26. ২ টি সিদ্ধ ডিম

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    মুরগির মাংস খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আদা রসুন পেস্ট ও সামান্য লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    একটা বাটিতে বাসমতি চাল খুব আধঘন্টা ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে খোলা হাওয়ায় ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে।

  3. 3

    একটি প্যানে একটি ঘি এবং তেল দিয়ে গোটা গরমমশলা ফরন দিয়ে গন্ধ বের হলে পেঁয়াজ দিয়ে ভাজুন, কিছু টা পেয়াজ ভাজা তুলে রাখব বেরেস্তার জন্য।

  4. 4

    পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে কয়েক মিনিট জন্য কষান।আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং শজিরা যোগ করে, ভাল করে মেশান এবং ৫ মিনিট ধরে রান্না করুন।

  5. 5

    ১ কাপ জল দিয়ে ধাকা দিয়ে ঢাকনা দিয়ে এটি রান্না করতে হবে।মাংস সিদ্ধ (৮০%) হয়ে এলে দই, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, ভাজা পেঁয়াজ এবং ধনেপাতা দিন এবং আরও কয়েক মিনিট ধরে ফুটতে দিন গ্যাস বন্ধ করে দিতে হবে।

  6. 6

    অন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে গোটা গরমমশলা ফোরন দিয়ে পেঁয়াজের টুকরোও আদা রসুনের পেস্টের দিয়ে ভাজতে হবে। কসানো হলেধুয়ে রাখা ভেজানো চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ২-৩ মিনিট। এরপর গরম জল এবং দুধ টা দিয়ে দিতে হবে। এরপর নুন দিয়ে ঢাকা দিতে রান্না করতে হবে য়াতে চাল টা ৮০% সিদ্ধ হয়ে যায়।

  7. 7

    এর পর ঢাকনা খুলে মাংস,ঝোল বেঁচে থাকা বেরেস্তা ধনেপাতা চেরা কাঁচালঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে কম আচে 10 মিনিট দম এ রান্না করতে হবে। ঢাকনা খুলে তেহারি হালকা হাতে নিলে আরো কিছুটা শুকিয়ে নিতে হবে। নামানোর রাখি কিছুটা ঘি দিয়ে নিতে পারে ন।

  8. 8

    প্লেটে তুলে সিদ্ধ ডিম দিয়ে সাজিয়ে সালাড ও রায়তার সাথে পরিবেশন করুন। আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি। আর কিছুটা আলু দিয়েচি। মাংসের পিস ছোট রেখেচি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rama Das Karar
Rama Das Karar @hata_khunti_
Kolkata

Similar Recipes