বেকড হারিসা চিকেন লেগস্

Manami Sadhukhan Chowdhury
Manami Sadhukhan Chowdhury @cook_12370899
Barrackpore, Kolkata, West Bengal

#চিকেন রেসিপি
একঘেয়ে মুরগির মাংসের ঝোল খেতে খেতে বিরক্ত হয়ে গিয়ে থাকলে স্বাদ বদলের জন্য আজই বানিয়ে ফেলুন বেকড হারিসা চিকেন লেগস্।এটি রান্না করা যেমন সহজ,স্বাদেও অতুলনীয়।এই পদটিকে আফ্রিকান স্টাইল চিকেন ও বলা হয়।

বেকড হারিসা চিকেন লেগস্

#চিকেন রেসিপি
একঘেয়ে মুরগির মাংসের ঝোল খেতে খেতে বিরক্ত হয়ে গিয়ে থাকলে স্বাদ বদলের জন্য আজই বানিয়ে ফেলুন বেকড হারিসা চিকেন লেগস্।এটি রান্না করা যেমন সহজ,স্বাদেও অতুলনীয়।এই পদটিকে আফ্রিকান স্টাইল চিকেন ও বলা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জনের জন্য
  1. হারিসা পেস্ট বানানোর জন্য:-
  2. ৭-৮ টা শুকনো লঙ্কা(জলে ভেজানো)
  3. ৬ টা রসুনের কোয়া
  4. ১ টেবিল চামচ গোটা মৌরি
  5. ২ চা চামচ জিরে গুঁড়ো
  6. ১/২ কাপ অলিভ অয়েল
  7. ১ চা চামচ নুন
  8. হারিসা চিকেন বানানোর জন্য:-
  9. ২ টো মুরগির ঠ্যাং
  10. ২ টেবিল চামম লেবুর রস
  11. ৩ টেবিল চামচ হারিসা পেস্ট
  12. নুন স্বাদমতো
  13. ৪ টেবিল চামচ সাদা তেল(ভাজার জন্য)
  14. ১/২ চা চামচ সাদা তেল (গ্ৰিজ করার জন্য)
  15. সাজানোর জন্য:-
  16. ১ মুঠো পুদিনাপাতা
  17. ফালি১ টা পাতিলেবুর
  18. টুকরো২-৩ টে গোল করে কাটা টমেটোর

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    হারিসা পেস্ট বানানোর জন্য:-গোটা ধনে ও গোটা মৌরি শুকনো খোলায় একটু নেড়ে নিতে হবে।

  2. 2

    এবার জলে ভেজানো শুকনো লঙ্কা,শুকনো খোলায় ভাজা গোটা ধনে ও গোটা মৌরি,অলিভ অয়েল এবং রসুনের কোয়া মিক্সিতে একসঙ্গে মোলায়েম করে বেটে নিতে হবে।

  3. 3

    এবার এই মিশ্রণে খাবার জিরে গুঁড়ো ও নুন যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে।তৈরি হলো হারিসা পেস্ট।

  4. 4

    হারিসা চিকেন বানানোর জন্য:-মুরগির ঠ্যাং এর গায়ে ছুরি দিয়ে একটু একটু করে চিরে নিতে হবে যাতে নুন ও মসলা ভেতর পর্যন্ত পৌঁছায়।

  5. 5

    এবার মুরগির মাংসের ঠ্যাং দুটোকে লেবুর রস,নুন ও হারিসা পেস্ট মাখিয়ে ২ ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রাখতে হবে।

  6. 6

    ২ ঘন্টা পর ফ্রিজ থেকে বের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে।

  7. 7

    এবার একটা প্যানে সাদা তেল গরম করে ওর মধ্যে মুরগির ঠ্যাং গুলো যোগ করতে হবে।

  8. 8

    ৫ মিনিট ধরে উল্টে পাল্টে ভাজতে হবে।

  9. 9

    হয়ে গেলে নামিয়ে নিন।

  10. 10

    ওভেন ১৮০ ডিগ্ৰি সেন্টিগ্ৰেডে প্রি-হিট করে নিতে হবে।

  11. 11

    গ্ৰিজ করা একটা ওভেন প্রুফ পাত্রে মুরগির ভাজা ঠ্যাং দুটোকে রাখতে হবে।

  12. 12

    এবার মাংস সমেত এই পাত্রটি ওভেনে ঢুকিয়ে দিতে হবে ও মুরগির ঠ্যাং দুটোকে ১০ মিনিটের জন্য বেক করে নিতে হবে।

  13. 13

    হয়ে গেলে বের করে নিন।

  14. 14

    গরম গরম বেকড হারিসা চিকেন লেগস্ পরিবেশনের জন্য প্রস্তুত।

  15. 15

    পুদিনাপাতা,পাতিলেবুর ফালি ও গোল করে কাটা টমেটো দিয়ে সহযোগে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manami Sadhukhan Chowdhury
Barrackpore, Kolkata, West Bengal

Similar Recipes