সোয়াবিনের পকোড়া (soybean pakora recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#monsoon2020
বর্ষার এই বৃষ্টিমুখর দিনে চায়ের সঙ্গে একটু টা হলে মন্দ হয় না।তাই বর্ষা দিনে চায়ের সাথে সোয়াবিনের পকোড়া খুবই উপাদেয় খেতে যেমন সুস্বাদু আর বর্ষাতে চা এর সঙ্গে এনজয় ও করা যায়।যারা এই কোরানো ভাইরাসের জন্যে চিকেন পকোড়া খাচ্ছেন না সোয়াবিনের পকোড়া অনেকটা চিকেন এর সাদ মেটাবে।

সোয়াবিনের পকোড়া (soybean pakora recipe in Bengali)

#monsoon2020
বর্ষার এই বৃষ্টিমুখর দিনে চায়ের সঙ্গে একটু টা হলে মন্দ হয় না।তাই বর্ষা দিনে চায়ের সাথে সোয়াবিনের পকোড়া খুবই উপাদেয় খেতে যেমন সুস্বাদু আর বর্ষাতে চা এর সঙ্গে এনজয় ও করা যায়।যারা এই কোরানো ভাইরাসের জন্যে চিকেন পকোড়া খাচ্ছেন না সোয়াবিনের পকোড়া অনেকটা চিকেন এর সাদ মেটাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪জন
  1. ১কাপ সয়াবিন বড়ি
  2. ১চা চামচ আদা বাটা
  3. ১চা চামচ রসুন বাটা
  4. ১চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  5. ১চা চামচ ধনে গুঁড়ো
  6. ১/২চা চামচ গরম মসলার গুঁড়ো
  7. ১/২চা চামচ গোলমরিচের গুঁড়ো
  8. ৩চা চামচ জল ঝরানো টকদই
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. ৪ চা চামচ কর্নফ্লাওয়ার
  11. ২চা চামচ ময়দা
  12. ১কাপ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে জল গরম করে তার মধ্যে সামান্য নুন দিয়ে সয়াবিন বড়ি গুলোকে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    সয়াবিন বড়ি গুলো জলের মধ্যে ভালো করে ফুলে গিয়ে নরম হয়ে গেলে সোয়াবিন গুলোকে জল থেকে তুলে নিয়ে হাত দিয়ে চেপে জল টাকে বার করে শুকনো করে নিতে হবে।

  3. 3

    এবার সয়াবিন এর মধ্যে জল ঝরানো টকদই ধনে গুঁড়ো লঙ্কাগুঁড়ো আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে ১০মিনিট ঢেকে রাখতে হবে।

  4. 4

    ১০ মিনিট পর ঢাকনা খুলে ওর মধ্যে কনফ্লাওয়ার আর ময়দা ভালো করে মিশিয়ে কোটিং করে নিতে হবে।

  5. 5

    জল দেওয়া চলবে না ওর মধ্যেই কোট করে নিতে হবে।

  6. 6

    এবার একটা কড়াইতে তেল গরম করে মিডিয়াম ফ্লেম এ ওগুলো ছেড়ে দিতে হবে।

  7. 7

    ভালো করে এপিট ওপিট ভেজে নিলেই তৈরি আমাদের সোয়াবিনের পকোড়া।

  8. 8

    গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

মন্তব্যগুলি (4)

Similar Recipes