ক্রিস্পি ফ্রাইড কর্ন (crispy fried corn recipe in Bengali)

Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া

#monsoon2020
বর্ষা র বিকালে চা এর সাথে টা না হলে ঠিক জমে না। লোভনীয় ও সুস্বাদু ক্রিপসি ফ্রাইড ক্রন বর্ষা র বিকাল কে আরো জমিয়ে দেয়।

ক্রিস্পি ফ্রাইড কর্ন (crispy fried corn recipe in Bengali)

#monsoon2020
বর্ষা র বিকালে চা এর সাথে টা না হলে ঠিক জমে না। লোভনীয় ও সুস্বাদু ক্রিপসি ফ্রাইড ক্রন বর্ষা র বিকাল কে আরো জমিয়ে দেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 1 টাভুট্টা
  2. 200 গ্রামসাদা তেল
  3. 2 টোকাঁচা লঙ্কা
  4. 2 চা চামচকর্ণ ফ্লাওয়ার
  5. 1 চা চামচবেসন
  6. 1 টাপেঁয়াজ
  7. স্বাদ মতোনুন
  8. 1/3 চা চামচচাট মশলা
  9. ½ খানাপাতি লেবু

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে ভুট্টা থেকে দানা গুলো কে সব ছাড়িয়ে নিতে হবে। তারপর 3 থেকে 4 মিনিট গরম জলে একটু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে ছেঁকে নিয়ে জল ঝড়িয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা বাটিতে কর্ন ফ্লাওয়ার ও বেসন ও নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। ভুট্টা র সিদ্ধ দানা গুলো র মধ্যে এই মিশ্রণ টা দিয়ে ও তাতে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিত হবে।

  3. 3

    এবার কড়াইয়ে তেল দিয়ে গরম হতে দিতে হবে। তেল গরম হলে তাতে ভুট্টা গুলো অল্প অল্প করে ছেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ নেড়ে ভাজতে হবে।

  4. 4

    ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে কাঁচা পেঁয়াজ চাট মশলা ও পাতি লেবুর রস মিশিয়ে সার্ভ করতে হবে। তৈরী মচমচে ক্রিপসি ফ্রাইড ক্রন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া
পেশা শিক্ষকতা, নেশা রান্না । সর্বোপরি নতুন নতুন রান্না করে সবাই কে খাওয়া তে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes