গুড়ের নাড়ু (gurer naru recipe in Bengali)

Rubia Begam
Rubia Begam @cook_200789

#india2020
এই ব্যস্ত জীবনে মানুষ নাড়ু বানানোর খাটনি করতে চায়না।পুজোর জন্য ওই দোকান থেকে কিনে পুজো দিয়ে দেয়।কিন্তু দোকানে কেন জিনিসে বাড়ির স্বাদ পাওয়া যায়না।তাই আমি এই হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে এলাম।

গুড়ের নাড়ু (gurer naru recipe in Bengali)

#india2020
এই ব্যস্ত জীবনে মানুষ নাড়ু বানানোর খাটনি করতে চায়না।পুজোর জন্য ওই দোকান থেকে কিনে পুজো দিয়ে দেয়।কিন্তু দোকানে কেন জিনিসে বাড়ির স্বাদ পাওয়া যায়না।তাই আমি এই হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে এলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ১ টা বড় মাপের নারকোল
  2. ২০০ গ্রাম আঁখের গুড়
  3. ৩ টেবিল চামচ জল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    নারকোল ভেঙে ভালো করে কুড়িয়ে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে গুড় আর নারকোল ভালো করে মিশিয়ে নিতে হবে।একটু জল দিতে হবে।

  3. 3

    এরপর আঁচে বসতে হবে।নাড়তে হবে ক্রমশ যাতে ধরে না যায়।জল টা শুকিয়ে শুকনো শুকনো হয়ে এলে একটু তুলে দেখতে হবে গোল পাকানো যাচ্ছে কি না ।যদি গোল হয় তাহলে মিশ্রণ টি নাড়ু বানানোর জন্য তৈরি।

  4. 4

    এরপর হালকা গরম অবস্থায় হাতে ঘি লাগিয়ে গোল নাড়ু পাকাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rubia Begam
Rubia Begam @cook_200789

Similar Recipes