বাটা মসলা দিয়ে আলু মুরগির ঝোল(chicken aloo jhol recipe in Bengali)

Husniara Mallick
Husniara Mallick @cook_24773327
Bangalore

#ebook2 এই রান্নার কোনো বিবরণী লাগে না,নববর্ষের দুপুরে যে কোনো পোলাও এর সাথে বড়ো বড়ো আলু আর চিকেন এক পিস হলেই চলবে।

বাটা মসলা দিয়ে আলু মুরগির ঝোল(chicken aloo jhol recipe in Bengali)

#ebook2 এই রান্নার কোনো বিবরণী লাগে না,নববর্ষের দুপুরে যে কোনো পোলাও এর সাথে বড়ো বড়ো আলু আর চিকেন এক পিস হলেই চলবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৩-৪ জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ৩০০ গ্রাম আলু ডুমো করে কাটা
  3. ২ চা চামচ গোটা জিরা
  4. ৩ চা চামচ গোটা ধনিয়া
  5. ২ টা শুকনো লঙ্কা
  6. ১+১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. ২ টা মাঝারি সাইজের পিয়াজ কুচি
  9. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  10. স্বাদমতোনুন
  11. ১চা চামচ চিনি
  12. ২ টা এলাচ
  13. ৪ টা লবঙ্গ
  14. ১ টা তেজপাতা
  15. ১ ইঞ্চি দারুচিনি
  16. ৩ টেবিল চামচ ধনেপাতা কুচি
  17. প্রয়োজন অনুযায়ীঅল্প ঘি
  18. প্রয়োজন অনুযায়ী ফুটন্ত গরম জল

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে মশলার পেস্ট করে নিতে হবে,তাই জিরা,ধনিয়া,শুকনো লঙ্কা পেস্ট করে নিতে হবে।

  2. 2

    আলু গুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিন এবার পরিমাণমত নুন,হলুদ মাখিয়ে লাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার কড়াই তে পর্যাপ্ত তেল দিয়ে এলাচ,লবঙ্গ,দারুচিনি,তেজপাতা,অল্প গোটা জিরা ফরোন দিতে হবে।এরপর পিয়াজ কুচি,আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।এরপর হলুদ,লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিন মশলা তলায় লেগে গেলে অল্প জল দিয়ে দিতে পারেন।

  4. 4

    এবার ওই মশলার পেস্ট দিয়ে ৫-৭ মিনিট ভালো করে কষিয়ে নিন।প্রয়োজনে জল দিয়ে কষবেন

  5. 5

    কষানো হলে মাংস আর পরিমান মতো নুন দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে।

  6. 6

    ৫ মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে অনেক জল বেরিয়েছে,সেই জলেই মাংস সেদ্ধ হোয়া পর্যন্ত কষাতে হবে। অনেকক্ষন কষানোর পর ওপরে তেল ভেসে উঠে আসলে ভেজে রাখা আলু গুলো দিয়ে আরো কিছুক্ষন ঢাকা দিয়ে রাখতে হবে।প্রয়োজনে জল দিতে পারেন।

  7. 7

    ঢাকনা খুলে পরিমাণমতো ফুটন্ত জল দিয়ে স্বাদমতো লবণ,চিনি দিয়ে দিতে হবে।জল ভালো করে ফুটে উঠলে গরম মশলা অল্প ঘী আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Husniara Mallick
Husniara Mallick @cook_24773327
Bangalore

Similar Recipes