গোলাপ লুচি (Golap Luchi recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#ebook2
#ময়দা
এটি একটি বাংলাদেশের রেসিপি | ময়দা দিয়ে নান ,পরোটা ,কুলচা গোলা রুটি অনেক কিছুই আমরা করে থাকি ৷ এটিও বিশেষ দিনে জলখাবারের উপযোগী একটি রেসিপি |

গোলাপ লুচি (Golap Luchi recipe in Bengali)

#ebook2
#ময়দা
এটি একটি বাংলাদেশের রেসিপি | ময়দা দিয়ে নান ,পরোটা ,কুলচা গোলা রুটি অনেক কিছুই আমরা করে থাকি ৷ এটিও বিশেষ দিনে জলখাবারের উপযোগী একটি রেসিপি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা২০মিনিট
২ জনের
  1. ২ কাপ ময়দা
  2. ৩চা চামচ গলানো ঘি
  3. ৪চা চামচ গুঁড়া দুধ
  4. ২ চা চামচ সাদা তেল
  5. পরিমাণ মতজল
  6. ১চা চামচ নুন
  7. ১চা চামচ চিনি
  8. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা২০মিনিট
  1. 1

    প্রথমে ময়দায় গুড়া দুধ ঘি দিযে মযান দিতে হবে ৷ নুন চিনি দিতে হবে ৷

  2. 2

    ময়ান বেশি করে দিয়ে হাল্কা গরম জলে মাঝারি ডো বানাতে হবে ৷

  3. 3

    এরপর একটা ভেজা কাপড়ে মাখা ময়দা ১ ঘন্টা ঢেকে রাখতে হবে ৷

  4. 4

    ২কাপ ময়দায় ৮টা বড় গোল্লা হবে ৷ চাকিতে তেল মাখিযে ১টা করে গোল্লা নিয়ে বড় রুটির মত বানাতে হবে ৷

  5. 5

    এরপর তার উপর ময়দা ছড়িয়ে ছুরি দিযে একটু কেটে রোল করে চেপে মাথাটা কেটে নিতে হবে ৷

  6. 6

    এভাবে সবকটি গোল্লা করে ২০ মিনিট ঢেকে সামান্য তেল মাখিযে রাখতে হবে ৷

  7. 7

    এবার সেগুলি হালকা হাতে বেলতে হবে ৷

  8. 8

    এবার ডুবো তেলে লুচি গুলি ১টা করে ভেজে নিতে হবে ৷ ভাজার সময চামচ দিযে সাবধানে ওপরে তেল দিতে হবে ৷ এখন তৈরী হয়ে গেল গোলাপ লুচি ৷

  9. 9

    এবার প্লেটে সাজিয়ে তার সাথে ছোলার ডাল দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে ৷ ছুটির দিন বা নিমন্ত্রিত অতিথি কে এভাবে পরিবেশন করলে জমে যাবে সকালের জলখাবার পর্ব ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes