মিক্সড ননভেজ ফ্রাইড রাইস (mixed nonveg fried rice in Bengali)

Arpita Banerjee Chowdhury
Arpita Banerjee Chowdhury @cook_25575199

মিক্সড ননভেজ ফ্রাইড রাইস (mixed nonveg fried rice in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩ জন
  1. ২৫০ গ্রাম বাসমতী চালের ভাত
  2. ৫০ গ্রাম চিকেন কিমা
  3. ৫০ গ্রাম প্রন
  4. ২ টো ডিম
  5. ৫০ গ্রাম পনির
  6. ১ টি ছোটো গাজর
  7. ১ টি ছোটো ক্যাপ্সিকাম
  8. ১ টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি
  9. ৫ কোয়া রসুন কুচি
  10. ৮-১০ টা বিন কুচি
  11. ২৫ গ্রাম কিসমিস
  12. ২৫ গ্রাম কাজু
  13. স্বাদমতোনুন
  14. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  15. ১ চা চামচ সোয়া সস
  16. ১ চা চামচ চিনি
  17. ১/২ চা চামচমচ ভিনেগার
  18. প্রয়োজন মতসাদা তেল
  19. ১/২ চা চামচ কেওড়া জল
  20. ১/২ চা চামচ গোলাপ জল
  21. ১ টেবিল চামচ পেঁয়াজ শাক ও রসুন শাক কুচি।
  22. ১/২ লাল বেল পেপার

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    কড়া তে সাদা তেল দিয়ে ডিম ভাজি করে তুলে রাখুন।

  2. 2

    কিছুটা তেল আবার ও দিয়ে প্রন গুলো ভেজে তুলে নিন।

  3. 3

    এই কড়া তে চিকেন টি পিয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ঢাকা দিয়ে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কোসু ন।

  4. 4

    অন্য একটি কড়া তে সাদা তেল দিয়ে পনীর ও সমস্ত সবজি গুলো ভেজে নিন। কাজু বাদাম টাও হালকা করে ভেজে নিন।

  5. 5

    চিকেন কড়াই তে সেদ্ধ হলে মিশ্রণ টা ভাজা ভাজা মতো করে নিন।এর উপর ভাজা সবজি, লাল বেল পেপার,পনীর,ডিম ভাজা,কাজু কিসমিস একসাথে মিক্সড করুন।

  6. 6

    সয়া সস ও গোলমরিচ যোগ করে ভাত টা দিয়ে মিক্সড করে ।উপর থেকে পিয়াজ শাক ও রসুন শাক কুচি, গোলাপ ও কেওড়া জল মিশিয়ে ।গ্যাস নিভিয়ে দিয়ে।

  7. 7

    মাটন কষা,চিকেন কষা সাথে সার্ভ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Banerjee Chowdhury

Similar Recipes