চিকেন স্টাফড বান(chicken stuffed bun recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ebook2
#জামাইষষ্ঠী
প্রাতঃরাশ থেকে নৈশ-আহার পর্যন্ত খাবারের যে ব্যবস্থা থাকে আমাদের প্রতিদিনের জীবনে তার মধ্যে সন্ধ্যের স্ন্যাক্সও বেশ গুরুত্বের সঙ্গে জায়গা করে নিয়েছে এই লক ডাউনের সময়।আর সেটা যদি জামাইয়ের জন্য ব্যবস্থা হয় তাহলে তো তার কদর ই আলাদা আজ জামাইকে সামনে রেখেই বানাবো চিকেন স্টাফড বান সন্ধ্যের চা পুরো জমে ক্ষীর।

চিকেন স্টাফড বান(chicken stuffed bun recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
প্রাতঃরাশ থেকে নৈশ-আহার পর্যন্ত খাবারের যে ব্যবস্থা থাকে আমাদের প্রতিদিনের জীবনে তার মধ্যে সন্ধ্যের স্ন্যাক্সও বেশ গুরুত্বের সঙ্গে জায়গা করে নিয়েছে এই লক ডাউনের সময়।আর সেটা যদি জামাইয়ের জন্য ব্যবস্থা হয় তাহলে তো তার কদর ই আলাদা আজ জামাইকে সামনে রেখেই বানাবো চিকেন স্টাফড বান সন্ধ্যের চা পুরো জমে ক্ষীর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩ঘন্টা১০মিনিট
৫জন
  1. ফিলিং:-
  2. ৪০০গ্রাম চিকেন কিমা
  3. ২টি মাঝারি পেঁয়াজ কুচি করে কাটা
  4. ৭-৮টি রসুনের কোয়া কুচি করে কাটা
  5. ৩টি কাঁচালঙ্কা কুচি
  6. ১টেবিল চামচ আদা কুচি
  7. ১/৫চা চামচ গরম মশলার গুঁড়ো
  8. ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. স্বাদ অনুযায়ী নুন
  10. ২-৩টেবিল চামচ রিফাইন্ড অয়েল
  11. ফার্মেন্ট করা ঈস্ট
  12. ৩/৪কাপ ঈষদুষ্ণ দুধ
  13. ২চা চামচ চিনি
  14. ১.৫চা চামচ অ্যাক্টিভ ড্রাই ঈস্ট পাউডার
  15. ময়দার ডো
  16. ২কাপ ময়দা
  17. ১/৪চা চামচ নুন
  18. পরিমান মতো ফার্মেন্টেড ইস্ট
  19. প্রয়োজন অনুযায়ী দুধ (সাধারন তাপমাত্রায়)
  20. ১চা চামচ রিফাইন্ড অয়েল
  21. এছাড়াও
  22. ১টি ডিম
  23. ১টেবিল চামচ সাদা তিল
  24. প্রয়োজন অনুযায়ী বেকিং ট্রে ব্রাশ করার জন্য কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

৩ঘন্টা১০মিনিট
  1. 1

    চিকেনের ফিলিং বানিয়ে নেব আগে।ফ্রাইপ্যানে তেল ঢেলে রসুন,আদা, লঙ্কা, পেঁয়াজ কুচি পরপর দিয়ে একটু ভেজে নেব।তারপর চিকেন দিয়ে ভেজে নুন-গোলমরিচ গুঁড়ো দিয়ে রেঁধে নেব পাঁচ মিনিট।সব কিছু ঠিকঠাক থাকলে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে প্রস্তুত করে নেব বানের ফিলিং।গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব।

  2. 2

    ঈষদুষ্ণ দুধের সঙ্গে ইস্ট পাউডার ও চিনি মিশিয়ে ঢেকে রাখবো দশ মিনিট।ঢাকা খুললেই পেয়ে যাব ফার্মেন্টেড ইস্ট।ছবিতে কাপের মধ্যে দেখানো হয়েছে একে।

  3. 3

    ময়দার ডো বানিয়ে নিতে গেলে ময়দা ও নুন মিশিয়ে ফার্মেন্ট করা ইস্ট দিয়ে মেখে নিতে হবে প্রথমে।তারপর নর্মাল দুধ একটু একটু করে দিয়ে মাখিয়ে নিতে হবে নরম করে।যখন চ্যাটচ্যাটে হয়ে হাতে লেগে থাকার মতো হয়ে আসবে তখন তেল দিয়ে মাখিয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে।এবারে এই ডো ঢাকা চাপা দিয়ে গরম কোনো স্থানে রেখে দিতে হবে দু ঘন্টা।

  4. 4

    সময় হয়ে এলে বার করে আবারও মেখে পাঁচটা লেচি কেটে নিতে হবে।এবারে প্রতিটি লেচি গোল করে বাটির মতো শেপে মাঝখানে ফাঁকা রাখতে হবে।ওর মধ্যেই ভরে দিতে হবে চিকেনের পুর।তারপর মুখ বন্ধ করে দিতে হবে সমান করে, কোথাও যেন ছিদ্র বা ফাটা না থাকে।

  5. 5

    আবারও আলতো হাতে গোল বলের মতো গড়ে চেপে দিতে হবে এর উপরের অংশ।বেকিং ট্রে তে তেল গ্রিজ করে এই পুর-ভরা বান বেশ কিছুটা দূরত্ব রেখে বসিয়ে দিতে হবে পরপর।

  6. 6

    বানের উপরে (ফেটানো) ডিম ব্রাশ করে উপর দিয়ে একটু করে সাদা তিল ছড়িয়ে দিতে হবে।এবারে আলতোভাবে ঢেকে গরম স্থানে রেখে দিতে হবে আবারও কুড়ি মিনিট।

  7. 7

    অনেকটা ফুলে যাবে এইসময় বানগুলো।এবারে 180℃ এ প্রি-হিট করা মাইক্রোওভেনে কনভেকশন মোডে 30মিনিটস বেক করে নিতে হবে এগুলো।বার করে নিতে হবে তখনই।

  8. 8

    ব্যস.... প্রস্তুত আমাদের এই চিকেন স্টাফড বান।চা বা কফির সঙ্গে,নাহলে এমনিই গরম গরম খেতে লাগে দুর্দান্ত।তবে আর দেরি কেন!বানিয়ে ফেলো ঝটপট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes