সিমাইয়ের পায়েস(Vermicelli recipe in bengali)

Debalina Sarkar Sutradhar
Debalina Sarkar Sutradhar @cook_24596659
Siliguri,W.B

#ভোজেরসাতকাহন
#আমার প্রিয় রান্না
বাড়ীতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ও চটজলদি বানিয়ে নেওয়া যায়।

সিমাইয়ের পায়েস(Vermicelli recipe in bengali)

#ভোজেরসাতকাহন
#আমার প্রিয় রান্না
বাড়ীতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ও চটজলদি বানিয়ে নেওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ৫০০লিটারদুধ
  2. ২ চা চামচ গুঁড়ো দুধ
  3. ২ টো এলাচ
  4. ১০০গ্রামসিমাই
  5. ১ চিমটি জাফরান
  6. প্রয়োজনমতো ঘি
  7. স্বাদমতোচিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সিমাই হাতের সাহায্যে একটু ভেঙ্গে ঘি-তে অল্প ভেজে রাখতে হবে

  2. 2

    এরপর দুধ ফুটিয়ে ঘন করে নিতে হবে।এই সময় আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য জাফরান।

  3. 3

    দুধ ঘন হয়ে এলে তার মধ্যে গুঁড়ো দুধ আর স্বাদমতো চিনি দিয়ে দিতে হবে

  4. 4

    এখন ভেজে রাখা সিমাই গুলো দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে

  5. 5

    সবশেষে সিমাই গুলো নরম হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে ইচ্ছেমতো গার্নিশ করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debalina Sarkar Sutradhar
Siliguri,W.B

Similar Recipes