সিঙ্গারা😋 (singara recipe in Bengali)

Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

#রান্নাঘর(apni rosoi )থিম _জলখাবার
সিঙ্গারা এমন একটি জলখাবার যা সন্ধ্যার চা মুড়ি যা ই হোক না কেন সঙ্গে যদি থাকে সিঙ্গারা তাহলে একদম জমে যাবে জলখাবারটা 😊

সিঙ্গারা😋 (singara recipe in Bengali)

#রান্নাঘর(apni rosoi )থিম _জলখাবার
সিঙ্গারা এমন একটি জলখাবার যা সন্ধ্যার চা মুড়ি যা ই হোক না কেন সঙ্গে যদি থাকে সিঙ্গারা তাহলে একদম জমে যাবে জলখাবারটা 😊

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
4জনের জন্য
  1. 1.5 কাপময়দা
  2. 1 চা চামচচিনি
  3. 1 কাপসাদাতেল
  4. 1 কাপআলুসেদ্ধ
  5. 1 কাপফুলকফি সেদ্ধ
  6. 1/2 কাপকড়াইশুঁটি
  7. 1 চা চামচজিরাগুড়ো
  8. 1/2 চা চামচধন্যেগুড়ো
  9. 1 চা চামচগরমমশলা গুঁড়ো
  10. 1 চা চামচআদাবাটা
  11. 1/2 চা চামচলঙ্কারবাটা
  12. 2 টিশুকনোলঙ্কা
  13. 1 চা চামচপাঁচফোড়ন
  14. স্বাদ মতনুন
  15. 1 টিটমেটো

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    প্রথমে ময়দাতে 1/2চামচ নুন 1/2চামচ চিনি 3চামচ তেল দিয়ে ভাল করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা শক্ত মন্ড বানিয়ে ঢাকা দিয়ে রাখি

  2. 2

    তারপর শুকনো কড়াই আগুনে বসিয়ে শুকনোলঙ্কা আর পাঁচফোরন হাল্কা নেড়েচেড়ে নামিয়ে গুঁড়ো করে রাখি

  3. 3

    তারপর কড়াইতে 2চামচ তেল দিয়ে গরম হলে শুকনোলঙ্কা আর পাঁচফোরনের গুঁড়ো টা দিয়ে আদাবাটা লঙ্কারবাটা দিয়ে নেড়ে সেদ্ধ করে রাখা আলু কফি দিয়ে নেড়ে টমেটো কুচি কড়াইশুঁটি দিয়ে ধন্যেগুড়ো জিরাগুড়ো নুন চিনি দিয়ে কষিয়ে অল্প জল দিয়ে ফুটে জল টেনে শুকিয়ে আসলে গরমমশলাগুড়ো দিয়ে নামিয়ে রাখি

  4. 4

    তারপর মন্ড থেকে লেচি কেটে বেলে একটু লম্বাটে ওভাল আকৃতির করে মাঝখান বরাবর কেটে ত্রিকোণ আকার চোঙ্গার মতো করে নিয়ে বানিয়ে রাখা আলুর পুর ভাল করে ঢুকিয়ে ভাল করে মুখ বন্ধ করে রাখি

  5. 5

    তারপর কড়াাইতে তেল দিয়ে খুব বেশি গরম হওয়ার আগে বানিয়ে রাখা কাঁচা সিঙ্গারা গুলি তেলে দিয়ে কম আচে ডুবো তেলে লাল লাল করে ভেজে তুলে গরম গরম সিঙ্গারা পরিবেশন😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

Similar Recipes